টুকরো খবর
ডাকাতিতে গ্রেফতার ৪

শিলচরে এক স্বর্ণ-ব্যবসায়ীর বাড়িতে তিন মহিলাকে বেঁধে কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে পালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীদল। পুলিশ জানাল, প্রায় ১ কিলোগ্রাম সোনা-সহ ওই ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ডাকাত দলের পাণ্ডা এখনও পলাতক। কাছারের পুলিশ সুপার দিগন্ত বরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ স্বর্ণ-ব্যবসায়ী শিশির রায়ের বাড়িতে হামলা করে ডাকাতরা। শিসিরবাবু বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী বাবলিদেবী, শাশুড়ি শান্তি রায় এবং শ্যালিকা বীণা দেব সেখানে ছিলেন। তখনই হানা দেয় ১০-১২ জনের ডাকাত দল। তিন মহিলার হাত-পা বেঁধে আলমারি ভেঙে প্রচুর স্বণালঙ্কার নিয়ে পালায় তারা। পুলিশের সন্দেহ ছিল, এর পিছনে পরিচিত কারও পরিকল্পনা রয়েছে। আজ এসপি জানিয়েছেন, শিশিরবাবুর পরিবারের খুব কাছের লোকই ওই ঘটনায় জড়িত। দ্রুত তাকে গ্রেফতার করা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিনু আহমদ, ইকবাল আহমদ, রিয়াজউদ্দিন এবং আব্দুল বাসিত। গত রাতে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে তল্লাশি চালানো হয়। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় এক কিলোগ্রাম সোনার গয়না। বাজেয়াপ্ত হয়েছে ১৬টি মোবাইল ফোন, ৩টি সিম এবং ১টি গাড়ি।

পটনায় খুন চিকিৎসক

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক চিকিৎসকের। গত রাতে পটনার বাহাদুরপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রজনীশ পটেল (৪৫)। আদতে ঝাড়খণ্ডের হাজারিবাগের বাসিন্দা হলেও, বহু বছর ধরে পরিবারের সঙ্গে পটনায় থাকতেন। গত রাতে দোকান থেকে জিনিস কিনে বাড়ি ফেরার সময় আততায়ীরা তাঁকে গুলি করে পালায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বাসের ধাক্কায় মৃত্যু

বাসের ধাক্কায় মৃত্যু হল শিশুর। রবিবার ধুবুরি জেলার বিলাসীপারা থানার চালবান্দা গ্রামের রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। নাম তাজনুর আহমেদ (৫)। তার বাড়ি চালবান্দা গ্রামে। এ দিন শিশুটি বাড়ির কাছে একা রাজ্য সড়ক পেরোচ্ছিল।

আত্মসমর্পণ জঙ্গিদের

আত্মসমর্পণ করল মাওবাদী বাহিনীর দুই তরুণী সদস্য। পুলিশ জানিয়েছে, তাদের নাম গীতা কুনজমি এবং সাইতা পাঞ্জি। দু’জনেই আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ পেয়েছিল।

গুলিতে জখম তিন

সন্দেহভাজন জঙ্গিদের ছোঁড়া গুলিতে জখম একটি শিশু-সহ তিন গ্রামবাসী। আহতদের ধুবুরি হাসপাতালে ভর্তি করানো হয়। শিশু-সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। এর পিছনে আলোচনা বিরোধী এনডিএফবি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। রবিবার দুপুরে কোকরাঝাড় জেলার কাজিগাঁও থানার জলডোবা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর জঙ্গিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়।

তিপান্ন বছর পর দিল্লিতে এসে রাস্তায় অনেক কম গরু চরতে দেখছেন তিনি! দেখছেন তৈরি হয়েছে অনেক বড় বড় হোটেল এবং জাপানি রেস্তোরা। তাঁর মতে, সব মিলিয়ে আমূল বদলে গিয়েছে ভারত। তিনি, জাপানের সম্রাট আকিহিতো, রবিবার নয়াদিল্লি সফর শুরু করলেন লোধি গার্ডেনে প্রাতর্ভ্রমণ দিয়ে। সফররত দলটির মুখপাত্র তথা ভারতে নিযুক্ত জাপানের প্রাক্তন রাষ্ট্রদূত সাকুতারো তানিনো জানাচ্ছেন, স্মৃতিতে ডুবে রয়েছেন আকিহিতো এবং সম্রাজ্ঞী মিচিকো। বুধবার পর্যন্ত তাঁরা রাজধানীতে থাকবেন, তার পর যাবেন চেন্নাই। তানিনো এ দিন বলেন, “আমূল বদলে গিয়েছে দিল্লি। সম্রাট আকিহিতো বিস্মিত। রাস্তায় অনেক কম গরু চরতে দেখা যাচ্ছে এ বার! আগে তো অশোক হোটেল ছাড়া কিছুই ছিল না। এখন মোটেই তা নয়। কত জাপানি রেস্তোরাঁ তৈরি হয়েছে।” পাঁচ দশক আগে এসে নয়াদিল্লিতে জাপানের রাষ্ট্রদূতের বাড়ির বাগানে অশ্বত্থ গাছের চারা পুঁতেছিলেন যুবক আকিহিতো। সম্রাট এখন ৭৯-তে। বয়স বেড়ে ডালপালা ছড়িয়েছে সেই গাছও। সন্ধেয় তার নীচে বসেই নৈশভোজ সারলেন সম্রাট-সম্রাজ্ঞী! দুপুরে তাঁর সম্মানে মধ্যাহ্নভোজর আয়োজন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তানিনোর কথায়, “ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে দু’তরফে মিনিট ৪৫ বৈঠক হয়েছে।” টোকিও যে এখন বেজিংয়ের চেয়ে নয়াদিল্লিকেই কূটনৈতিক ভাবে বেশি গুরুত্ব দিচ্ছে, সে কথা দ্ব্যর্থহীনভাষায় স্বীকার করেন সম্রাট আকিহিতো।

এটা তাদের বহু দিনের দাবি। কিন্তু এ বার সেই দাবি নিয়ে কিছুটা সুর নরম করল বিজেপি। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া প্রসঙ্গে এ দিন জম্মুতে এক সভায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এখানে প্রথম বার প্রচারে এসে মোদীর বক্তব্য, “সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ রাখা উচিত কি না তা নিয়ে বিতর্ক হতেই পারে।”
জম্মুর জনসভায় নরেন্দ্র মোদী। রবিবার। ছবি: পিটিআই।
বিজেপি কিন্তু বরাবরই ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পক্ষপাতী। কিন্তু তারা সেটা করতে পারেনি, কারণ ক্ষমতায় থাকাকালীন জোটে শরিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স। বিজেপির সেই অবস্থানের তুলনায় মোদীর আজকের মন্তব্য কিছুটা হলেও ব্যতিক্রমী। জওহরলাল নেহরু বলেছিলেন ৩৭০ অনুচ্ছেদ ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। এ দিন মোদী বলেছেন, “নেহরুর বক্তব্য কংগ্রেসের কি মনে আছে? আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই।” মোদী বলেছেন, “ওমর আবদুল্লা যদি কাশ্মীরের বাইরে বিয়ে করতেন, তা হলেও কাশ্মীরের নাগরিক থাকতেন। কিন্তু তাঁর বোন সারা বাইরে করায় তাঁর সেই অধিকার নেই। এটা কি রাজ্যে মহিলাদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করে না?”

তলবারদের না
আরুষি হত্যাকাণ্ড নিয়ে কোনও বই লেখা বা ছবি তৈরি হোক এমনটা কোনও অবস্থাতেই চান না তলবার দম্পতি। তাঁরা জানিয়েছেন, এই বিষয়ে কেউ যেন আলোচনা না করেন। তা সত্ত্বেও যদি কেউ এমন কিছু করেন তা হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। রবিবার তাঁদের আইনজীবী মনোজ সিসোদিয়া জানান, আরুষি হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরি ও বই লেখার কাজ করতে চান এক ব্রিটিশ চিত্রপরিচালক।

পুরনো খবর:

উদ্ধারে মহড়া
অসমের যোরহাটে উদ্ধারকাজের মহড়া দিল বায়ুসেনার নতুন বিমান সি-১৩০জে সুপার হারকিউলিস। সেনাবাহিনী সূত্রের খবর, শনিবার ওই বিমানকে ‘এয়ার অ্যাম্বুল্যান্স’-এর চেহারা দেওয়া হয়। তার পরে যোরহাটে ৫০ জন নকল রোগীকে উদ্ধারের মহড়া দেয় সেটি। একসঙ্গে অনেক ফৌজি, মালপত্র বহনের জন্যই ওই বিমান কেনা হয়েছে। পানাগড়ে এই বিমানের ঘাঁটি তৈরি হবে। সেনাবাহিনীর একটি সূত্রে বলা হচ্ছে, চিনের সঙ্গে নিয়ন্ত্রণরেখায় সামরিক শক্তি বাড়াতে চায় ভারত। জোর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গেও। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই পানাগড়ে সুপার হারকিউলিস বিমানের ঘাঁটি গড়া হচ্ছে। ওখানে ঘাঁটি হলে উত্তর-পূর্ব ভারতেও সহজে পৌঁছতে পারবে সেনা। শনিবারের ওই মহড়ায় চেতক, এমআই-১৭ হেলিকপ্টার এবং এএন-৩২ বিমানও ছিল।

ধর্ষিতা মহিলা
সহকর্মীদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষিতা হলেন বছর চল্লিশের এক মহিলা। পেশায় ইঞ্জিনিয়ার ওই মহিলা বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি পুলিশকে জানিয়েছেন, গত ২৮ নভেম্বর তিনি পোঝিউরের একটি হোটেলে ওঠেন। সেখানেই রাত আড়াইটে নাগাদ দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। তার পর মানসিক ভাবে ভেঙে পড়েন ওই মহিলা। তাই তিনি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যেতে পারেননি। অবশেষে রবিবার তিনি ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন।

ছাত্রের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আইআইটি কানপুরের বছর তেইশের এক ছাত্র। পুলিশ জানিয়েছেন, ওই ছাত্রের নাম মোহিত। মহারাষ্ট্রে তারাপুরে বাড়ি। ২০১৩ সালেই স্নাতকোত্তর স্তরে ভর্তি হন তিনি। শনিবার বিকেলে মোহিত ক্রিকেট খেলে নিজের ঘরে ফিরেছিলেন। তার পর তাঁর বন্ধুরা এসে দেখেন মোহিত মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফেরালেন
প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল রাষ্ট্রপতি থাকাকালীন যে উপহারগুলি পেয়েছিলেন, তার সবকটি ফিরিয়ে দিলেন রাষ্ট্রপতি ভবনে। তিনি মোট ১৫৫টি উপহার পেয়েছিলেন বলে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে। এর আগে অমরারতীতে তাঁর পরিবারের একটি স্কুলে ওই উপহারগুলি সাধারণের দেখার জন্য রাখা হয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.