রাস্তা বেহাল
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে ময়ূরেশ্বরের বেলিয়া-বহড়া সড়ক। বছর পাঁচেক আগে জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় ১৪ কিলোমিটার ওই রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু তার কিছুদিন পরেই রাস্তাটি বেহাল হয়ে পড়ে। বার বার কয়েক জোড়াতালি সংস্কার করা হলেও, হাল ফেরেনি। অথচ ওই রাস্তা দিয়েই চলাচল করে বাস-সহ সমস্ত রকম যানবাহন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও রাস্তা সংস্কারের কোনও ব্যবস্থা হয়নি। রাস্তার দুরবস্থার কথা স্বীকার করে নিয়ে ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের কল্যাণী দাস বলেন, “রাস্তাটি সংস্কারের ব্যাপারে আমরা জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছি শীঘ্রই এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।”
|
আলোচনা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
জেলা স্বাস্থ্য দফতর ও শান্তিনিকেতনের একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে রবিবার বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড এলাকায় এড্স বিষয়ক সচেতনতামূলক হয়েছে। শুধু শহরে নয়, গাঁ-গঞ্জেও এ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উপরে জোর দেন আমন্ত্রিতেরা। |