খেলার টুকরো খবর
 
জয়ী অগ্নিবীণা
বর্ধমান জেলা হ্যান্ডবল প্রতিযোগিতায় খেতাব জিতল গুসকরা অগ্নিবীণা ক্লাব। ফাইনালে তারা শক্তিগড় মসজিদপাড়া ইয়ুথ ক্লাবকে ১৮-১৩ ব্যবধানে হারিয়েছে। খেলাটি হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠে। প্রতিযোগিতার সেরা হয়েছেন সত্যজিত্‌ চট্টোপাধ্যায়। তিনি অগ্নিবীণার গোলরক্ষক। প্রতিযোগিতায় আটটি দল যোগ দিয়েছিল। জেলা হ্যান্ডবল সংস্থার ২১ সদস্যের নতুন কমিটি তৈরি হয়েছে। সভাপতি হয়েছেন নারায়ণ হাজরা চৌধুরী, সাধারণ সম্পাদক সোমনাথ রায় ও কোষাধ্যক্ষ হয়েছেন কৌশিক চট্টোপাধ্যায়। সর্বভারতীয় হ্যান্ডবল সংস্থার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অতনু মজুমদার প্রতিযোগিতার পরে বলেন, “পরের বছর বর্ধমানে বেশ কয়েকটি বড় প্রতিযোগিতার আসর বসবে হ্যান্ডবলের। হবে দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে প্রতিযোগিতাও।”

শুরু সুপার লিগ
কালনা মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হল সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা। লিগের প্রাথমিক পর্যায়ে খেলার পরে চারটি দল সুপার লিগে উঠেছে। সেগুলি হল দীপালি সঙ্ঘ, শ্যামগঞ্জ স্পোর্টিং, সমুদ্রগড় বান্ধব সমিতি ও রামেশ্বরপুর যুবশক্তি ক্লাব। শনিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে দীপালি সঙ্ঘ ও শ্যামগঞ্জের খেলায় ২-০ গোলে জেতে দিপালী। অন্য দিকে বান্ধব সমিতি ও যুবশক্তির খেলায় ২-০ গোলে হারে যুবশক্তি।

রানার্স বর্ধমান
উত্তরপ্রদেশের জৌনপুরে আয়োজিত পূর্বাঞ্চল আন্ত:বিশ্ববিদ্যালয় খোখোতে রানার্স হয়েছে বর্ধমানের মেয়েরা। শেষ ম্যাচে আয়োজক পূর্বাঞ্চলকে হারাতে পারলেই বর্ধমান পেত চ্যাম্পিয়নের শিরোপা। কিন্তু তাদের কাছে ১০-৪ ব্যবধান হেরে শেষে রানার্স হতে হয়েছে বর্ধমানকে। সর্বভারতীয় প্রতিযোগিতায় বর্ধমান যাচ্ছে কল্যাণী, কাশী আর পূর্বাঞ্চলের সঙ্গে। কেরলে ওই প্রতিযোগিতা হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

খলিসানির জয়
মোহনবাগান মাঠে আন্তঃকলেজ ফুটবলের একটি মুর্হূত।—নিজস্ব চিত্র।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ত:কলেজ ফুটবলে খলিসানি কলেজ ২-০ গোলে হারিয়েছে ধনেখালির সেন্টেনারি কলেজকে। গোল করেন বিশাল কাহার ও সুশান্ত মালিক। অপর ম্যাচে বর্ধমানের হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত মহাবিদ্যালয় টাই ভেঙে ৫-৪ গোলে হারিয়েছে তারকেশ্বর ডিগ্রি কলেজকে। অন্য ম্যাচে বলাগড়ের বিজয়নারায়ণ মহাবিদ্যালয় অনুপস্থিতিতে ওয়াকওভার পেয়েছে বীরভূমের শম্ভুনাথ মহাবিদ্যালয়।

অম্বুজার হার
কেতুগ্রামের মাসুন্দি পল্লিমঙ্গল সমিতি পরিচালিত সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতায় জিতল বাঘনাপাড়া বিজারা স্পোর্টিং ক্লাব। তারা টাইব্রেকারে ৪-৩ গোলে কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। ফাইনালের সেরা খেলোয়াড় হয়ে ছেন বাঘনাপাড়ার টোটন মণ্ডল। এ দিন পুরস্কারগুলি তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক শেখ সাহানেওয়াজ, কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাহের শেখ-সহ প্রমুখেরা।

জয়ী বাঘনাপাড়া
কেতুগ্রামের মাসুন্দি পল্লিমঙ্গল সমিতি পরিচালিত সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতায় জিতল বাঘনাপাড়া বিজারা স্পোর্টিং ক্লাব। তারা টাইব্রেকারে ৪-৩ গোলে কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বাঘনাপাড়ার টোটন মণ্ডল। এ দিন পুরস্কারগুলি তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক শেখ সাহানেওয়াজ, কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাহের শেখ-সহ প্রমুখেরা।

জয়ী বাজারসৌ
স্থানীয় বীজনগর তাল বাগান ক্লাব পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় রবিবার জিতল মুর্শিদাবাদের বাজারসৌ বিবাদি সঙ্ঘ। এ দিন তারা ৩-১ গোলে হুগলির হিন্দমোটরের নাইন স্টারকে হারায়। বিবাদি সঙ্ঘর হয়ে গোলগুলি করেন রাজু ভট্টাচার্য (২) ও ছোট্টু দাস। হিন্দমোটরের হয়ে গোলটি করেন চয়ন দত্ত। শনিবারের খেলায় হুগলির কোন্নগর অলিম্পিক ক্লাব ৭-১ গোলে ধাত্রীগ্রামকে হারিয়েছিল।

কুনস্তরিয়ার জয়
উখড়া আমরা সবাই আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়লাভ করে কুনস্তরিয়া সিসি। উখড়া পুজারি মাঠে তারা উখড়া বাবা সেভেনকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে উখড়া ৬ উইকেটে ১৪০ রান করে। জবাবে কুনস্তরিয়া ২ উইকেটে জয়ের রান তুলে নেয়।

হারল নবদয়
প্রথম ডিভিশন ভলিবল লিগে অরবিন্দ স্টেডিয়ামে অগ্রদূত সঙ্ঘ ২৫-১৬, ২৫-২৩, ২৫-২১ পয়েন্টে হারিয়েছে নবদয় সঙ্ঘকে। দ্বিতীয় ম্যাচে মেমারির মণ্ডলজোনা তরুণ সঙ্ঘ ২৫-১৪, ২৫-২৭, ২৫-২০ ও ২৫-১৩ পয়েন্টে হারিয়েছে অরবিন্দ কোচিং সেন্টারকে।

জিতল জনকল্যাণ
নববিকাশ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল জবা জনকল্যাণ সমিতি। পুরনো হাট মাঠে তারা বার্নপুর ক্রিকেট কোচিংকে ১-০ গোলে হারিয়ে দেয়।

হারল সিধো কানহু
চিত্তরঞ্জন আজাদ হিন্দ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হয় বড়থল আদিবাসী কৃষক সমিতি। আজাদ হিন্দ মাঠে তারা সিধো কানহু এসসিকে ৩-২ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.