অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রসেনজিত্ ধর (২৩)। পেশায় স্বর্ণশিল্পী প্রসেনজিতের বাড়ি মেমারির রাধাকান্তপুরে। মেমারি থানা সূত্রে জানা গিয়েছে, প্রসেনজিত্বাবু বেঙ্গালুরুতে স্বর্ণশিল্পীর কাজ করতেন। সেখানে মালিকপক্ষের গচ্ছিত কিছু টাকা খরচ করে ফেলেন তিনি। পরে নিজে ঋণ নিয়ে সেই টাকার কিয়দংশ পরিশোধ করেন। পুলিশ জানিয়েছে, আর্থিক চাপে পড়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার বেঙ্গালুরু থেকে নিজের গ্রামের বাড়ি ফেরার কথা ছিল প্রসেনজিত্বাবুর। পুলিশ জানিয়েছে, বাড়ি না গিয়ে সকালে ট্রেন থেকে নেমে মেমারি বাসস্ট্যান্ডে গিয়ে বিষ খেয়ে অসুস্থ হন তিনি। তাঁকে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে বর্ধমান মেডিক্যালে মৃত্যু হয় তাঁর।
|
একশো দিনের কাজ এবং নির্মল ভারত অভিযান প্রকল্পের প্রচার শুরু করেছে কাঁকসা পঞ্চায়েত সমিতি। শুক্রবার গ্রামে গ্রামে ঢাক বাজিয়ে ওই প্রচার শুরু হয়েছে। সমিতির সহ সভাপতি চিন্ময় মণ্ডল জানান, একশো দিনের কাজে কাঁকসায় কর্মসংস্থানের গড় জেলার গড় তালিকার অনেক উপরে। তবু আরও বেশি সংখ্যক মানুষকে উত্সাহী করার জন্য এই প্রয়াস। তিনি আরও জানান, নির্মল ভারত অভিযান সম্পর্কে অনেকে জানেন না। তাঁদের জানানোর কাজও চলছে।
|
সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে শনিবার দুর্গাপুরে মিছিল বের করে সিপিএম। হাডকো মোড় থেকে বিধাননগর ফাঁড়ি পর্যন্ত গিয়ে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হয়। সিপিএমের বিধাননগর-জেমুয়া লোকাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার জানান, কুনাল ঘোষ যাঁদের নাম বলেছেন তাঁদেরও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। সেক্ষেত্রে রাজ্য পুলিশ বা সিট দিয়ে তদন্ত সম্ভব নয়। আদালতের তত্ত্বাবধানে সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক। তাঁরা সুনন্দ সান্যালকে পুলিশের লাঠি ও গ্রেফতারেরও প্রতিবাদ জানান।
|
রানিগঞ্জের গির্জাপাড়ায় বাসস্ট্যান্ড কারখানা থেকে পাচার হওয়ার আগে লোহার যন্ত্রাংশ, টিন ও কাঠের সামগ্রী-সহ এক দুষ্কৃতীকে আটক করল পুলিশ। নাম রাজেশ সিংহ। তাকে জেরা করে কারবারে যুক্ত মদন গুপ্ত ও মল্লুর গুদামে হানা দিয়ে আরও অবৈধ ৯ টন লোহা আটক করা হয়। রানিগঞ্জ পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তারা গোপন খবরের ভিত্তিতে কারখানায় হানা দেয়। |