সাগরমেলার আগেই খুলছে নতুন জেটি
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
পুণ্যার্থীদের সুবিধার জন্য এ বার সাগরমেলার আগেই খুলে দেওয়া হচ্ছে কাকদ্বীপের লট-৮ এর নতুন কংক্রিটের জেটি। জেটিটি যে জায়গায় তৈরি হয়েছে, সেখানে মুড়িগঙ্গা নদী গভীর। ফলে, নদীতে ভাটা থাকলেও ওই জেটি থেকে ভেসেল চলাচলে অসুবিধা হবে না বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। মেলার বাকি এখনও দেড় মাস। প্রস্তুতিতে যাতে কোনও ক্রটি না থাকে, সে জন্য শনিবার দুপুরে কাকদ্বীপের লট-৮ ঘাটের কাছে জনস্বাস্থ্য কারিগরি দফতর ভবনে প্রশাসনের তরফে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “এ বারেও কাকদ্বীপের লট-৮ এর পাঁচটি ঘাট থেকে এবং উল্টো দিকের কচুবেড়িয়ার পাঁচটি ঘাট থেকে পুণ্যার্থীরা যাতায়াত করতে পারবেন। মুড়িগঙ্গা নদীর ভাটার সময়েও এ বারে লট-৮ ঘাটে নতুন তৈরি কংক্রিটের স্থায়ী জেটি দিয়ে যাতায়াত করা যাবে। আগেই তা চালু করা হচ্ছে।” সুব্রতবাবু ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক শান্তনু বসু প্রমুখ। |
সাংসারিক অশান্তির জেরে গলায় মাফলারের ফাঁস দিয়ে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে। শনিবার সকালে খানাকুলের উদনা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা শেখ তোয়েব আলি (৩৪) নামে ওই ব্যক্তির মৃতদেহ তাঁর ঘরের বিছানা থেকে উদ্ধার করে পুলিশ। মৃতের কাকা মোক্তার আলির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তোয়েবের স্ত্রী আমরেজা বেগমকে। পুলিশের দাবি, জেরায় ধৃত অপরাধের কথা কবুল করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন’বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল। তাঁদের তিনটি কন্যাসন্তান রয়েছে। |