ধুলিয়ানে নির্বাচিত হলেন নতুন পুরপ্রধান
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ধুলিয়ান পুরসভায় শনিবার তৃণমূলের নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন মনসুর আলি। ১৯ সদস্যের ওই পুরসভায় বামফ্রন্টের সদস্যা সংখ্যা ছিল ১০ জন। আর ৯ জন ছিলেন কংগ্রেস সদস্য। ২০১০ সালে বামেরা বোর্ড গঠন করে। বছর ঘুরতেই বামেদের দুই সদস্যের সমর্থন পেয়ে অনাস্থা আনে কংগ্রেস। কিন্তু দু’পক্ষের রাজনৈতিক টানাপোড়েনে নতুন বোডর্র্ গঠনও আটকে যায়। এরপর কংগ্রেসের ৯ জন কাউন্সিলার ও ফরওয়ার্ড ব্লকের একজন যোগ দেন তৃণমূলে। এবছর এপ্রিলে পুরপ্রধান হন তৃণমূলে যোগ দেওয়া ফব-র ওই সদস্য তুষারকান্তি সেন। পরে ভাঙন ধরে সিপিএমেও। তাদের ৩ কাউন্সিলার তৃণমূলে যোগ দেওয়ায় ধুলিয়ান পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩। বাকি ৬ জন বামেদের। গত ১৮ নভেম্বর দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে অপসারণ করে তৃণমূলের ১১ জন কাউন্সিলার। শনিবার সেই ১১ জন কাউন্সিলারের মধ্যে ১০ জন হাজির হয়ে মনসুর আলিকে পুরপ্রধান হিসাবে নির্বাচিত করেন। |
দুর্ঘটনায় মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নদিয়ায় দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। শনিবার সকালে দিগনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে শ্রীবাস দেবনাথ(৩৫) নামে এক যুবকের। বাড়ি বাথানগাছিতে ধুবুলিয়াতেও মায়াপুর রোডের কাছে জাতীয় সড়কের উপরে মোটরবাইক থেকে পড়ে বাসে চাপা পড়ে মারা যান গৌরী মজুমদার (৬০) নামে এক বৃদ্ধা। বাড়ি কৃষ্ণনগরের সচিন সেন রোডে। |