টুকরো খবর |
পথ দুর্ঘটনায় মৃত্যু মোটরবাইক আরোহীর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটর সাইকেল আরোহী এক যুবকের। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী দুই যুবক। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কোলসরের কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। মৃতের নাম সন্দীপ ভৌমিক (২৪)। তাঁর বাড়ি তমলুকের উত্তরচড়ার স্টিমারঘাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সন্দীপ ও তাঁর দুই বন্ধু মোটর বাইকে চেপে হলদিয়া-মেচেদা সড়ক ধরে তমলুক শহর থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল। ওই রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে রাত সাড়ে ১০টা নাগাদা নন্দকুমারের কোলসরের কাছে মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ছোট লরিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সন্দীপের। গুরুতর আহত তাঁর দুই সঙ্গীর একজনকে তমলুকের এক নার্সিংহোমে ও অপর জনকে হাওড়ার ফুলেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
তেল গুদামে আগুন, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তেল ব্যবসায়ীর গুদামে আগুন লেগে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। আহত হলেন আরও দু’জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হাকোলা গ্রামের হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে। মৃতের নাম রমন দাস (২৮)। রমনের বাড়ি বিহারে। মেচেদা বাজার থেকে এক কিলোমোটার দূরে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের পাশে স্থানীয় এক তেল ব্যবসায়ীর গুদামে জ্বালানি তেল মজুত ছিল। শুক্রবার রাত আটটা নাগাদ সেখানকার কর্মীরা কাজ করার সময় হঠাৎ আগুন লাগে। তিন কর্মী আহত হন। পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নেভায়। আহত তিন জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই কলকাতায় পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় রমনের। স্থানীয়দের অভিযোগ, ওই গুদামে বেআইনি ভাবে জ্বালানি তেল মজুত করা হত।
|
দেওয়াল চাপা পড়ে জখম যুবক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পুরানো ইটের দেওয়াল ভাঙার সময় একাংশ নীচে পড়লে, তার আঘাতে গুরুতর জখম হলেন এক যুবক। শনিবার সকালে তমলুক শহরের বড়বাজারে ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত বছর সাঁইত্রিশের শঙ্কর বাগকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তমলুক শহরের পুরসভা নিয়ন্ত্রিত বড়বাজার সংলগ্ন একটি পুরানো পাকাবাড়ি মেরামতি করা হচ্ছিল। চারতলার উপর দেওয়ালের একাংশ ভাঙার কাজ করছিলেন কিছু শ্রমিক। সকাল সাড়ে ৯টা নাগাদ শহরের শালগেছিয়া এলাকার বাসিন্দা শঙ্করবাবু ও স্ত্রী হেঁটে বড়বাজারে ঢোকার সময় ওই বাড়ির উপর থেকে ইটের দেওয়ালের একাংশ ভেঙে শঙ্করবাবুর মাথায় পড়ে।
|