আগে লোকে ভাবত, গাড়িঘোড়া মাটির ওপর দিয়ে চলে। তার পর এল মেট্রো। বহু লোক গোড়ার দিকটায় ভয়ে চড়েইনি, পাতালে কে স্বেচ্ছায় সেঁধোবে? এ বার এসেছে গগন-গাড়ি: হেলিকপ্টার। প্রথম ক’দিন পেল্লায় হাসাহাসি (‘শীতকাল বলে ফ্যান বন্ধ করিস না!’), ধনীদের শখ-যান বলে টিটকিরিও, তার পর ‘চেপে বসুন না দাদা!’ বলে সাত জনের জায়গায় সাতাত্তর, হেলিকপ্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস গিয়ে স্পন্ডেলাইটিস, ‘লেডিজ সিট কোথায়’: নারীবাদীদের আন্দোলন! |