কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কালনা পুরসভার উপ পুরপ্রধান দেবপ্রসাদ বাগ। শনিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলের এক শীর্ষ নেতার দাবি, তাঁর সঙ্গেই কালনা পুরসভার আরোও দুই কংগ্রেস কাউন্সিলার তৃণমূলে যোগ দিয়েছেন। উপ পুরপ্রধানের তৃণমূলে যোগদান স্বীকার করলেও কালনা পুরসভায় দলের অন্য কোনও কাউন্সিলার তৃণমূলে যাননি বলে দাবি করেছে বর্ধমান জেলা কংগ্রেস (গ্রামীণ)।
স্থানীয় ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কালনা থেকে প্রায় ২৪টি গাড়ি করে দেবপ্রসাদবাবু ও তাঁর অনুগামীরা কলকাতার উদ্দেশ্য রওনা হন। তাঁদের সঙ্গে বেশ কিছু তৃণমূল সমর্থকও ছিলেন। উল্লেখ্য, ২০১১ সালে ১৮ আসন বিশিষ্ট কালনা পুরসভায় নির্বাচনে জোট বেঁধে লড়েছিল তৃণমূল ও কংগ্রেস। সেই নির্বাচনে তৃণমূল ৭টি ও কংগ্রেস ৫টি আসন পায়। সিপিএমের দখলে যায় ৬টি আসন। কংগ্রেস ও তৃণমূল জোট বোর্ড গঠন করে। কিছু দিন পরে এক কংগ্রেস কাউন্সিলার তৃণমূলে যোগ দেন। এ দিন দেবপ্রসাদবাবুও তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে তৃণমূলের কাউন্সিলার সংখ্যা বেড়ে হল ৯। এ দিন সন্ধ্যায় দেবপ্রসাদবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কংগ্রেসে থেকে মানুষের কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাই তৃণমূলে যোগ দিলাম।” তাঁর দাবি, এই পুরসভায় খুব শীঘ্রই সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ বলেন, “ভাইস চেয়ারম্যানের যোগদানে আরও শক্তিশালী হল দল।”
কালনা পুরসভার জল ও আলো বিভাগের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস কাউন্সিলার আনন্দ দত্ত বলেন, “ভাইস চেয়ারম্যান দল ছাড়লেও আমাদের কোনও ক্ষতি হবে না। ভাইস চেয়ারম্যানের কিছু কাজে আমাদের অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল। সে দিক থেকে কালনা শহর কংগ্রেস লাভবান হবে।” |