তারকা সমৃদ্ধ দলকে প্রায় আটকে দিয়েছিল জমাটি ডিফেন্স। কিন্তু শেষরক্ষা হল না। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পরে টাইব্রেকারে দেশবন্ধু ক্লাবকে হারিয়ে দিল মহানন্দা ক্লাব।
ম্যাচ শুরুর আগে মহানন্দা ক্লাবের এক কর্মকর্তা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে আগাম জানিয়ে দিলেন, তাঁরা ফাইনালের জন্য ব্যারেটোকে আনছেন। আত্মবিশ্বাসী হওয়ারই কথা। কারণ কলকাতা ময়দানের নামী খেলোয়াড়দের অনেককেই হাজির করেছিলেন তাঁরা। এর মধ্যে একজন আগের মরশুমে মোহনবাগানে খেলা নাইজেরিয় স্ট্রাইকার স্ট্যানলি। গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্স বা মাঝমাঠ, সমীহ করার মতই লাইন আপ। কেউ টালিগঞ্জ কেউ এরিয়ান বা অন্য ক্লাবে খেলেন। বিপক্ষ দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নে রয়েছে নেহাতই শিলিগুড়ি লিগে খেলা একটি দল। বেশির ভাগই কার্শিয়াং, কালিম্পং বা আশপাশের বাসিন্দা। |
কিন্তু মাঠে নেমে কাজের কাজটাই করে উঠতে পারল না মহানন্দার তারকা সমৃদ্ধ লাইন আপ। লাগাতার আক্রমণ চালালেও, কিন্তু বিপক্ষ এগারো জনকেই রক্ষণে নামিয়ে তা সামলে দিল দেশবন্ধু। খেলা একপেশে হলেও গোলশূন্য থাকে। পুরো সময়ের খেলাতেও কোনও পক্ষ গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। দেশবন্ধুর অধিনায়ক রিগদেন লামা প্রথম শটই মারেন বারপোস্টে। সেটাই নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ৫-৪ ফলে জেতে মহানন্দা।
যদিও মহানন্দার তারকা কোচ রঘু নন্দী ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য রাখার জন্য বিপক্ষকে কোনও নম্বর দিতে নারাজ। তিনি বলেন, “আমরা গোল করতে পারিনি। স্ট্রাইকাররা অজস্র গোল মিস করেছে। অন্তত ৬-০তে জেতা উচিত ছিল আমাদের।” পরের ম্যাচে স্ট্র্যাটেজি বদলাবেন বলে জানালেন তিনি।
এ দিন শুরু থেকেই বিপক্ষ ডিফেন্সে চাপ তৈরি করে মহানন্দা। কয়েকটা ভাল সুযোগও তৈরি করে। তবে মহানন্দা আক্রমণগুলি কার্যত গোলরক্ষক রাজার মুন্সিয়ানায় সেগুলি গোলে পরিণত হতে পারেনি। সারা ম্যাচে একাধিকবার ত্রাতা হয়ে দাঁড়ান তিনি। বলতে হবে দেশবন্ধুর ডিফেন্সের কথাও। সব মিলিয়ে বিপক্ষ আক্রমণ প্রতিহত করায় নেতৃত্ব দেন দেশবন্ধুর গোলরক্ষক রাজা সরকারই। ম্যাচের সেরাও হন তিনি। |
এক নজরে |
মহানন্দা ক্লাব
১৯৫৬ সালে
স্থাপিত। ৭ বার কিরণচন্দ্র নৈশ ফুটবল চ্যাম্পিয়ন। ৮ বার শিলিগুড়ি লিগ চ্যাম্পিয়ন। সঞ্জয় টপ্পো, বিশ্বজিত দাস কলকাতায় খেলছেন।
দেশবন্ধু ক্লাব
১৯৪৮ সালে স্থাপিত। ১০ বার শিলিগুড়ি লিগ চ্যাম্পিয়ন। ৫ বার কিরণচন্দ্র চ্যাম্পিয়ন। এখানকার বহু খেলোয়াড় বাইরে দাপটের সঙ্গে খেলছেন। |
আজকের খেলা
কিশোর সঙ্ঘ বনাম উল্কা ক্লাব। |
|