টুকরো খবর |
বোনকে কটূক্তি করায় প্রতিবাদ, দাদাকে মার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
|
বোনকে উত্যক্ত করছিল কয়েকটি ছেলে। সঙ্গে থাকা দাদা প্রতিবাদ করায় তাঁকে ব্যাপক মারধর করল ওই যুবকেরা। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে শিলিগুড়ির প্রধাননগরের চম্পাসারি এলাকায়। ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুরেশ গুপ্ত। শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “বিষয়টি দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, ওই কিশোরী স্কুলে যাওয়ার জন্য অটো ধরতে বলে দাদার সঙ্গে স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। সেই সময় কয়েকজন যুবক তাকে কটূক্তি করতে থাকে। মেয়েটির দাদা প্রতিবাদ করলে অভিযুক্তেরা তাকে মাটিতে ফেলে ঘুষি, চড় মারতে থাকে। তাঁর জামাও ছিড়ে দেয়। সে সময় মেয়েটির চিৎকারে আশপাশ থেকে লোকজন চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। মেয়েটির অভিযোগ, “আমি কয়েকজনকে চিনি। ওরা মাঝেমধ্যেই আমাকে রাস্তায় একা দেখলে খারাপ কথা বলে।” এই ঘটনায় আতঙ্কিত ওই স্কুলের শিক্ষিকারাও। স্কুলের প্রধানশিক্ষিকা সঞ্চিতা দে বলেন, “আমরাও রাস্তায় কিছু যুবকদের সামনে দিয়ে যেতে ভয় পাই। এলাকায় বাজে আড্ডা বেড়ে গিয়েছে। পুলিশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমরা আতঙ্কিত।
|
কর কমাল জিটিএ
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
রোহিণীর সড়কে পথ-কর কমাল জিটিএ। রবিবার থেকে রোহিণী সড়ক দিয়ে বাইক থেকে শুরু করে বড় গাড়ি চলাচলের জন্য কর দিতে হবে বলে জিটিএ ঘোষণা করে পথ-করের হার ঘোষণা করেছিল। ওই ঘোষণার পরে দার্জিলিঙের বিভিন্ন পরিবহণ সংগঠনের তরফে জিটিএ কর্তৃপক্ষকে করের হার পুনর্মূল্যায়ন করার আর্জি জানানো হয়। এর পরেই, শুক্রবার জিটিএর তরফে করে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। জিটিএ সূত্রে মিনিবাসের ক্ষেত্রে কর ১০০ টাকা থেকে কমিয়ে ৮০ টাকা, পিক আব ভ্যানের ক্ষেত্রেও কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রে ১৫০ -র বদলে ৮০ টাকা দিতে হবে। বাইক থেকে শুরু করে পর্যটন-ট্যাক্সি, ছোট গাড়ির ক্ষেত্রে আগের হারেই পথ-কর দিতে হবে বলে জিটিএ-এর ঘোষণায় জানানো হয়েছে।
|
বধূকে খুনের নালিশ, স্বামী-সহ গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বধূকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল স্বামী ও ভাসুরকে। বৃহস্পতিবার শিলিগুড়ির সারদাপল্লির ঘটনা। পুলিশ জানিয়েছে, গলায় কিছু পেঁচানোয় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ওই মহিলার। মৃত বধূর নাম মান্টি দাস (২৮)। মৃতার বাবা তপন দাস ভক্তিনগর থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী বিজন পানুয়া ও ভাসুর রাজু পানুয়াকে গ্রেফতার করেছে। দু’ছর আগে সারদাপল্লির বিজনের সঙ্গে সুকান্তপল্লির মান্টির বিয়ে হয়। তাঁদের সাত মাসের এক পুত্রসন্তানও রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাপের বাড়িতে রেখে আসেন মান্টি। রাতে বিজন ফোনে তপনবাবুকে জানায়, “বাড়িতে দুর্ঘটনা ঘটেছে, আপনি তাড়াতাড়ি আসুন।’’ তাঁরা গিয়ে দেখেন, মেয়েকে বিছানায় শোয়ানো আছে। শ্বশুরবাড়ি থেকে জানানো হয় মান্টিদেবী আত্মহত্যা করেছে। এরপরেই তপনবাবু ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন। তপনবাবুর অভিযোগ, “মেয়েকে পণের দাবিতে মারধর করা হত।”
|
কলেজ বনধ শুরু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
প্রাণিবিদ্যার পরীক্ষাগারে সরঞ্জামের অভাব-সহ নানা দাবিতে অনির্দিষ্ট কাল কলেজ বনধ শুরু করল ছাত্র পরিষদ। শুক্রবার কলেজের গেটে দলীয় পতাকা টাঙিয়ে কলেজ বন্ধ করে দেওয়া হয়। অধ্যক্ষ, অন্য শিক্ষক-শিক্ষাকর্মী ও ছাত্রদের কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
|
মামলা স্থানান্তর
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
|
অখিল ভারতীয় গোর্খা লিগ নেতা মদন তামাঙ্গের খুনের মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালত থেকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে স্থানান্তর করা হল। ১৩ ডিসেম্বর কলকাতায় মামলার শুনানি হবে।
|
দুর্ঘটনায় মৃত বধূ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
|
ট্রাকের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল পুষ্প মণ্ডল (৩৪) নামে এক বধূর। শুক্রবার জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে। তাঁর সঙ্গী চালক ও তাঁর দেওর দেবেন্দ্রবাবু ও পুষ্পদেবীর মেয়ে পাপিয়া হাসপাতালে ভর্তি।
|
তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতায় বিক্ষোভ দেখাল তৃণমূল। উত্তর পূর্ব সীমান্ত রেলে ডিআরএম-এর দফতরের সামনে, শুক্রবার দুপুরে।
|
আলোচনাসভা
|
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে শিশু পাচার, বাল্য বিবাহ নিয়ে একটি আলোচনা সভা হল শুক্রবার। ছিলেন জেলা সমাজকল্যাণ আধিকারিক, শিশু সুরক্ষা প্রকল্পের আধিকারিক সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা। |
|