শহরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বাসিন্দাদের মতামত জানতে নাগরিক কনভেনশন ডাকল জলপাইগুড়ি পুরসভা। আজ, শনিবার দুপুরে পুরসভার প্রয়াস হলে ওই কনভেনশন হবে। আগামী ৫ বছরে শহরের বাসিন্দারা পরিকাঠামো বা পরিষেবা ক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা চান তা জানতে চাওয়া হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশে সিটি ডেভেলপমেন্ট প্ল্যান অনুসারে কনভেনশন ডাকা হয়েছে বলে পুরসভার চেয়ারম্যান মোহন বসু জানিয়েছেন। তিনি বলেন, “এর আগেও শহরের উন্নয়ন নিয়ে নাগরিক কনভেনশন করে বাসিন্দাদের মতামত নিয়েছি। সেই সময় গ্রহণ করা পরিকল্পনাগুলি কোন পর্যায়ে রয়েছে সেটিও বাসিন্দাদের কাছে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হবে। পাশাপাশি উন্নয়ন নিয়েও মতামত নেওয়া হবে।”
অন্য দিকে, শহরের পানীয় জলের সমস্যা মেটাতে লাগোয়া তিস্তা নদী থেকে জল নিয়ে তা পরিশ্রুত করে সরবারহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন। কনভেনশনেও বিষয়টি আলোচনা হবে বলে জানিয়ে চেয়ারম্যান জানান, ভূগর্ভস্থ জলের জোগানের সমস্যা মেটাতেই এই পরিকল্পনা করা হয়েছে। শহর এলাকায় প্রতিদিন গড়ে ৪০ কিউসেক জল সরবরাহ করা হলেও ঘাটতি থেকে যাচ্ছে বলে অভিযোগ। তিস্তা নদী থেকে জল তুলে সরবারহ করা হলে ওই সমস্যাও মিটবে বলে পুরসভা মনে করছে। গোটা পরিকল্পনাটি তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে পুর কর্তৃপক্ষের দাবি। প্রথম পর্যায়ে ৯০ লক্ষ টাকার প্রকল্প কেন্দ্রের কাছে পাঠিয়েছে পুরসভা।
পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত জানিয়েছেন, পরিষেবা থেকে পরিকাঠামো সব বিষয়েই বাসিন্দাদের থেকে মতামত নেওয়া হবে। শহরের বেশ কয়েকটি এলাকায় জঞ্জাল অপসারণ নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে। রায়কতপাড়া, হাসপাতালপাড়া, সেনপাড়া, হাকিমপাড়া এবং পান্ডাপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় নিয়মিত জঞ্জাল সাফাই হয়নি। বিষয়টি নিয়েও নাগরিক কনভেনশনে আলোচনা হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন। শহরের বেশ কয়েকটি এলাকায় কেন্দ্রীয় ভাবে জঞ্জাল সাফাইয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন। |