মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগে ট্রেন চলাচল বিপর্যস্ত হল শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি লাইনে। বৃহস্পতিবার গভীর রাতে বিহারের মুকুরিয়া স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টা নাগাদ মদনঘাট এলাকার একটি রেল সেতুর উপরে কলকাতা থেকে শিলিগুড়িগামী ওই ডিজেলবাহী ট্যাঙ্কারের ইঞ্জিনে আগুন লাগে। তা টের পেয়ে রেল সেতুর উপরেই ট্রেন থামিয়ে চালক এবং কর্মীরা ইঞ্জিন থেকে নেমে যান বলে জানা গিয়েছে। জ্বলন্ত ইঞ্জিনে বিস্ফোরণ হয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি। ইঞ্জিন থেকে ট্যাঙ্কারগুলিকে বিচ্ছিন্ন করতে গিয়ে ২ জন গার্ড সহ ৪ জন রেলকর্মী জখম হন। তাঁরা সকলকেই কাটিহার রেল হাসপাতালে ভর্তি। উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিআরএম অরুণ শর্মা বলেন, “কী কারণে ইঞ্জিনে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।”
রেল সূত্রে জানা গিয়েছে, বারসই থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। আগুনের খবর পেয়েই রায়গঞ্জের থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দিলেও বারসইয়ের পর আর রাস্তা না থাকায় দমকলের ইঞ্জিন যেতে পারেনি। রাতেই মদনঘাট এলাকার বাসিন্দারা চারটে পাম্পসেট দিয়ে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে রেল জানিয়েছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন এবং ট্যাঙ্কারটিকে সরাতে সকাল আটটা বেজে যায়। প্রায় ৯ ঘণ্টারও বেশি সময় ধরে ওই লাইনে রেল চলাচল বন্ধ থাকায় রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে।
ইঞ্জিনে আগুনের ঘটনার জেরে শুক্রবার দার্জিলিং মেল থেকে শুরু করে অন্তত ৮ জোড়া ট্রেন এ দিন নির্ধারিত সময়ের থেকে অন্তত ৫ থেকে ৮ ঘণ্টা দেরিতে চলেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের নিউ জলপাইগুড়ির এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটিকে সরাতেই সময় লেগে গিয়েছে। স্বভাবতই এর ফলে সব ট্রেনই দেরিতে চলেছে। তবে দুপুরের পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে পড়ে।” |