পুস্তক পরিচয় ২...
লোকসংস্কৃতি গবেষণায় স্পর্ধিত ব্যতিক্রম
বীন্দ্রনাথের পঞ্চাশ, ষাট বা সত্তরতম জন্মোৎসবের কাহিনি ইতিমধ্যেই নানা বইয়ে প্রকাশিত। দেশে-বিদেশে কবি সংবর্ধনার বিবরণও খণ্ডে খণ্ডে সংকলিত হয়েছে। এ বার রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন থেকে জীবনের শেষ জন্মদিন পালনের আনুপূর্বিক বিবরণ লিখলেন কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, তাঁর জন্মদিনে রবীন্দ্রনাথ-এ (সিগনেট প্রেস, ২৫০.০০)। বিভিন্ন তথ্য, জন্মদিন সম্পর্কিত রবীন্দ্রনাথের চিঠিপত্র, নানা স্মৃতিকথার বিবরণ সুনিপুণ ভাবে সংকলিত করেছেন লেখক। শুধু জন্মদিনের বিবরণেই আটকে থাকেননি, সমকালে রবিজীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাও আলোকিত করেছেন। সবিস্তার ব্যক্তিপরিচয়, নির্ঘণ্ট ও উল্লেখপঞ্জি বইটির সংগ্রহযোগ্যতা বাড়িয়েছে। আছে কয়েকটি সাদা-কালো ছবিও।
রথীন্দ্রনাথ টেগোর: দি আনসাং হিরো (সম্পা: তপতী মুখোপাধ্যায় ও অমৃত সেন, রবীন্দ্র-ভবন, বিশ্বভারতী, ৪০০.০০) গ্রন্থনামটি বিশেষ ভাবে সার্থক, কারণ এই বইয়ের প্রকাশক বিশ্বভারতী। সম্ভবত এই প্রথম এমন যোগ্য মর্যাদায় বিশ্বভারতী স্মরণ করল রথীন্দ্রনাথ ঠাকুরকে, কবিপুত্র ছাড়াও যাঁর পরিচয় বহুধাবিস্তৃত। এ বইয়ে সেই পরিচয়কে নানা দিক থেকে দেখার চেষ্টা হয়েছে। পরিবেশ-প্রযুক্তি শিল্পী, অন্তর্মুখী এক শিল্পীসত্তা, রবীন্দ্রভবন ও রথীন্দ্রনাথ, সাহিত্যিক রথীন্দ্রনাথকে নিয়ে নানা প্রবন্ধের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রথম প্রবন্ধটি, ‘রথীন্দ্রনাথ টেগোর অন লাইফসায়ান্স’। রথীন্দ্রনাথের প্রাণতত্ত্ব বইটির ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সুশান্ত দত্তগুপ্ত। সংকলনে রয়েছে রথীন্দ্রনাথের বেশ কয়েকটি ছবি ও তাঁর আঁকা পেন্টিং, লেখার পাণ্ডুলিপিচিত্র।
অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত প্রথম প্রকাশিত হয় ১৯১৯ সালে। অনেক পরে, ১৩৫০ বঙ্গাব্দে বিশ্বভারতী-র বিশ্ববিদ্যাসংগ্রহে এটির একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশিত হয়। তাতে বাদ পড়েছিল মূল বইয়ের শতাধিক আলপনাচিত্রের অধিকাংশই। প্রথম প্রকাশের প্রায় একশো বছর হতে চলল, এত দিনে আবার পূর্ণাঙ্গ বইটি প্রকাশিত হল (ভূমিকা ও টীকা দিব্যজ্যোতি মজুমদার, গাঙচিল, ২৬০.০০)। অবনীন্দ্রনাথের এ কাজে প্রেরণা ছিলেন সেই রবীন্দ্রনাথ, ‘সাধনা’ পত্রিকায় তিনিই সর্বপ্রথম মেয়েলি ব্রত সংগ্রহ প্রকাশ করেন। বাংলার ব্রত বইয়ের ‘নিবেদন’ থেকে জানা যায়, ‘‘আজ দুই তিন বছর ধরে ‘বিচিত্রা সভা’র জন্য আমার ছাত্র ও বন্ধুদের সাহায্যে যতগুলি ব্রতের আলপনার নক্সা সংগ্রহ করেছি, প্রায় সকলগুলিই এই সঙ্গে প্রকাশ করা গেল।” বর্তমান সংস্করণের ভূমিকায় দিব্যজ্যোতি মজুমদার নির্দ্বিধায় বলেছেন, “গ্রন্থটি বাংলা লোকসংস্কৃতি গবেষণার ক্ষেত্রে প্রথম ব্যতিক্রমী রচনা। বলা যায়, স্পর্ধিত ব্যতিক্রম।” নিরন্তর লোকসাহিত্য চর্চার মধ্যে ‘‘অবনীন্দ্রনাথই প্রথম লোকসংস্কৃতির আলোচনা করলেন। সাংস্কৃতিক নৃবিজ্ঞান ও সমাজবিদ্যার আলোকে বাংলার ব্রতকে বিশ্লেষণ করলেন। বাংলার ব্রতকথা গ্রন্থগুলি থেকে অন্য ধরনের বিশ্লেষণ। তাই গ্রন্থটির নাম বাংলার ব্রতকথা নয়, ‘বাংলার ব্রত’।” দিব্যজ্যোতিবাবু ভূমিকায় এ প্রশ্নও তুলেছেন, “ক্ষেত্রসমীক্ষার তথ্য সংগ্রহ ছাড়া, লোকসংস্কৃতির মানবিক-সামাজিক অনুধ্যান ছাড়া” এ আলোচনা সম্ভব নয়। অবনীন্দ্রনাথের ‘ব্যস্ত জীবনে গ্রামবাংলার ব্রত পার্বণ বিষয়ে এত অনুপুঙ্খ ধারণা ও তথ্যসংগ্রহ কী করে সম্ভব’ হয়েছিল তা সত্যিই বিস্ময়ের। অপ্রচলিত বহু শব্দের টীকা সযত্নে তৈরি করে দিয়েছেন দিব্যজ্যোতিবাবু। সংযুক্ত হয়েছে সব মূল ছবি। এর আগে গাঙচিল থেকেই প্রকাশিত হয়েছে সুচন্দ্রা ভট্টাচার্যের পরিশ্রমী কাজ রাজবংশী ব্রতকথা (৩৫০.০০)। উত্তরবঙ্গের রাজবংশী সমাজে নারীরা কী ভাবে আজও তাঁদের ব্রত ও ব্রতকথার সম্ভারকে অটুট রাখতে পেরেছেন তা আশ্চর্য করে। এই বইয়ে তারই পরিচয় বিধৃত।
একে তিন তিনে এক (চর্চাপদ, ১২০.০০) গল্পসংকলনটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর কথকের ভূমিকায় অবতীর্ণ। ১৯৫৪-য় প্রথম প্রকাশিত বইটি এখন নতুন চেহারায়, অলংকরণে অজিত গুপ্তের জায়গায় শুভেন্দু সরকার।
প্রত্যূষকুমার রীত সংকলিত ও সম্পাদিত দুটি বইয়ে ঠাকুরবাড়ির তুলনায় কম-আলোচিত দুই ব্যক্তিত্বের সৃজনকর্মের কিছু আভাস ধরা রইল। প্রথমটি স্মৃতিকথাওঅন্যান্য/ ক্ষিতীন্দ্রনাথঠাকুর (নান্দনিক, ২৫০.০০), দ্বিতীয়টি বলেন্দ্রনাথ ঠাকুরের প্রাচীনবঙ্গসাহিত্য (নান্দনিক, ২০০.০০)। ক্ষিতীন্দ্রনাথ ও বলেন্দ্রনাথ, দুজনেই রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র। ক্ষিতীন্দ্রের ৬৮ বছরের জীবন বহু কর্মকাণ্ডের সাক্ষী, আঠেরো বছর তিনি ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ সম্পাদনায় যুক্ত ছিলেন, অনেক বই লিখেছেন, তাঁর নানা লেখা আজও অপ্রকাশিত। আলোচ্য বইয়ে তাঁর স্মৃতিমূলক লেখাগুলি সংকলিত। বলেন্দ্রনাথ মাত্র ২৯ বছর বেঁচেছিলেন, বাংলা সাহিত্যের নানা দিক নিয়ে তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা দ্বিতীয় বইটিতে স্থান পেয়েছে। শতবর্ষ পেরিয়েও সাহিত্যরসিকের কাছে আজও এগুলি মূল্যবান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.