থমকে সেতু, ক্ষোভ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
শহরে মিছিল কংগ্রেসের।—নিজস্ব চিত্র। |
সরকারের রাজনৈতিক প্রতিহিংসাই বহরমপুরের চুঁয়াপুরে রেলগেটের উপর ওভারব্রিজ তৈরি থমকে দিয়েছে বলে অভিযোগ তুলে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল টাউন কংগ্রেস। টাউন কংগ্রেস সভাপতি অতীশ সিংহ বলেন, “ওই ওভারব্রিজ অনুমোদনের জন্য পূর্ত দফতরে নকশা জমা দিয়েছে রেল। কিন্তু রাজনৈতিক বিদ্বেষের কারণে সরকার তা অনুমোদন করেনি।” রাজ্যের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা পাল্টা বলেন, “কোনও উন্নয়ন মূলক কাজে রাজ্য সরকার বাধা দেয়নি। উন্নয়নই রাজ্যের লক্ষ্য।” মুর্শিদাবাদ জেলাশাসক রত্নাকর রাও বলেন, “প্রকৃত সমস্যা কোথায় তা পূর্ত দফতরের সঙ্গে কথা বলে জানানো হবে।” গত ১৫ অগস্ট ওই ওভারব্রিজের শিলান্যাস করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরি। রেলের পক্ষ থেকে ওই ওভারব্রিজ নির্মাণের জন্য ৩৩ কোটি টাকা বরাদ্দও করা হয়। অধীর বলেন, “নিয়ম অনুসারে উড়ালপুল তৈরির খরচের অর্ধেক দেয় রেল। বাকি অর্ধেক রাজ্য সরকারের দেওয়ার কথা। এ ক্ষেত্রে তা দেয়নি রাজ্য সরকার। পুরো খরচই রেলের।” তিনি জানান, প্রস্তাবিত ওই ওভারব্রিজের নকশা পূর্ত দফতরে জমা দেওয়া হয়েছে। |
অভিযুক্ত পলাতক
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পড়শি চাঁদ মহম্মদের বিরুদ্ধে শুক্রবার সকালে বড়ঞা থানায় ওই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। ঘটনার তদন্ত চলছে। বড়ঞা থানা এলাকার বাসিন্দা বিবাহিত ওই মহিলার সঙ্গে চাঁদ মহম্মদের গত পাঁচ বছর ধরে সম্পর্ক রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ওই মহিলার স্বামী দিনমজুরির কাজে মুম্বাইয়ে থাকেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে। অভিযোগ, দুই সন্তানকে একা বাড়িতে ফেলে রেখে ওই মহিলা গত বুধবার রাতে পড়শি ওই যুবকের সঙ্গে চলে যায়। পাশের গ্রাম বৈদ্যনাথপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠে ওই যুবক। বিয়ে না করায় শেষ পর্যন্ত ওই মহিলা বৃহস্পতিবার রাতে গ্রামে ফিরে আসেন। পরে এদিন সকালে বড়ঞায় থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। |
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে বেলডাঙার আন্ডিরন গ্রামের একটি মাঠ থেকে দেহটি পাওয়া যায়। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত অচিন্ত্য দাস (৩৫) বড়ঞার মাড্ডা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেরামতির কাজ করতে গিয়ে তড়িদাহত হন ওই যুবক। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। |