রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জঙ্গিপুরে আসছেন আগামী ৭ ডিসেম্বর। তার দশ দিন আগেই সাজো সাজো রব পড়ে গেল রঘুনাথগঞ্জে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে শুক্রবার থেকে শহরের রবীন্দ্রভবন ও ম্যাকেঞ্জি ময়দানের দায়িত্ব নিল জেলা পুলিশ।
প্রশাসন সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বর সকালে রবীন্দ্র ভবনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখান থেকে ম্যাকেঞ্জি ময়দানে যাবেন। খেলা দেখে পুরস্কার বিতরণ করে যাবেন দেউলিতে নিজের বাড়িতে। রাত্রে থাকবেন সেখানেই। ৮ ডিসেম্বর সকালে দিল্লি রওনা দেবেন তিনি। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “পুলিশ কুকুর নিয়ে অনুষ্ঠানস্থল পরীক্ষা করা হয়েছে। খেলার মাঠে ও তাঁর দেউলির বাড়িতেও পাহারা বসানো হয়েছে।” |
রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘ আট বছর জঙ্গিপুরের সাংসদ ছিলেন প্রণববাবু। ২০০৮ সালে তাঁর বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে একটি ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠা করেন তিনি। প্রতি বছরই এই খেলার ফাইনালে হাজির থাকেন প্রণববাবু। এ বছরই রাষ্ট্রপতি হিসেবে প্রথম উপস্থিত থাকবেন তিনি। এ বছর প্রতিযোগিতার ফাইনালে খেলবে মহম্মদপুর টাইগার্স ক্লাব ও গতবারের জয়ী বেলডাঙা কোচিং ক্লাব। |