‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’ গত ২৩ নভেম্বর নদিয়া-মুর্শিদাবাদ পাতায় সুদীপ ভট্টার্চাযের তোলা ছবি দেখে সেই কথা মনে পড়ল। ছবির বিষয় ২২ নভেম্বর ভেটের দিন কৃষ্ণনগরের ১০ নম্বর ওয়ার্ডের চার প্রার্থী এক সঙ্গে বসে চা খাচ্ছেন। দেখে ভাল লাগল। যেখানে ভোট মানেই রিগিং, ছাপ্পাভোট, বুথ দখল, মারপিট, হানাহানি। সেখানে ওই ছবিটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে কৃষ্ণনগরের ভোটার হিসাবে সেদিন ভোট দিতে গিয়ে কয়েকটি বিষয় দেখলাম। প্রথমত, বৃদ্ধ-বৃদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য বুথের সামনে পৃথক লাইন থাকা জরুরি। দ্বিতীয়ত, আমাদের দেশে ভোট সাধারণত গয় গ্রীষ্ম কালে। এ কারণে সেই সময় ভোটারদের জন্য বুথে পানীয় জলের ব্যবস্থা থাকা খুব দরকার। ভোটের দায়িত্বে থাকা আধিকারিকরা আগামী দিনের ভোটে ওই দু’টি বিষয়ের দিকে নজর দিলে সাধারণ ভোটারদের উপকার হয়।
নিরঞ্জন পাল, কৃষ্ণনগর
|
১৯৮২ সালে রঘুনাথগঞ্জ-কলকাতা রুটে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম একটি বাস চালু করেছিল। বাসটি ভোরে ডাকবাংলোর মোড় থেকে ছেড়ে বেলা সাড়ে ১১টায় ধর্মতলা পৌঁছত। ফের দুপুরে ধর্মতলা থেকে ছেড়ে রঘুনাথগঞ্জে পৌঁছত সন্ধ্যায়। সেই বাসটি ২০১২ সালে বন্ধ হয়ে যায়। সেই বাসটি চালু হলেও তা ফের বন্ধ হয়ে গিয়েছে। বাসটি পুনরায় চালর আবেদন জানাচ্ছি।
কাশীনাথ ভকত, জঙ্গিপুর
|