দুর্গাচকে গুদামে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
একটি গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়াল দুর্গাচক কলোনি বাজারে। শুক্রবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে। দমকলের তিনটি ইঞ্জিন ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাচক কলোনি বাজারে তিনতলা বাড়ির একতলায় মার্কেট কমপ্লেক্স রয়েছে গুণধর দাসের। দোতলায় তিনি পরিবার নিয়ে থাকেন। তিনতলায় রয়েছে গুদাম। এ দিন সকালে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসার আগেই আগুন বাড়ির তিনতলা ও দোতলার একাংশে ছড়িয়ে পড়ে। বাজি ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। |
|
আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা। —নিজস্ব চিত্র। |
হলদিয়া দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সচ্চিদানন্দ দাস বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনার তদন্ত চলছে। প্রযোজনে এফআইআর করা হবে।” ওই মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় পুলিশ ও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হলদিয়ার পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল বলেন, “ওই গুদামে বাজি মজুত ছিল। দুর্গাচকের ওই বাজার এলাকা অত্যন্ত ঘিঞ্জি। এই অগ্নিকাণ্ড থেকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তা সত্ত্বেও পুলিশ বা দমকলের পক্ষ থেকে কেন অভিযোগ দায়ের করা হল না সেটাই আশ্বর্যের।” তিনি জানান, বিগত বোর্ড এই ব্যাপারে উদাসীন ছিল। এ দিন ঘটনার পর ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্ন মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে দ্রুত পরিকল্পনা করে ব্যবস্থা নেওয়া হবে।” |
|