|
|
|
|
|
|
|
আপনার সাহায্যে... |
|
উত্তরবঙ্গের আবহাওয়ায় বেশি ভোগেন মহিলারাই
সতর্ক না হলেই বিপদ। এমনই মনে করেন শিলিগুড়ির
স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ডা. এ. কে. বসু। কথা বললেন বিপ্লবকুমার ঘোষ। |
|
|
উত্তরবঙ্গের খামখেয়ালি আবহাওয়ায় মহিলাদের পিরিয়ড সমস্যা নাকি অনেক বেশি? কিছুটা হয়তো সত্যি। তবে স্বাভাবিক নিয়মে প্রথম যখন কোনও মেয়ের পিরিয়ড শুরু হয়, দেখা যায় কারও কারও বেশি এবং অনেক দিন থাকে। আবার কারও কারও অনিয়মিত হয়। দু’চার মাস বন্ধও থাকে। অনেকেই টেনশনে ভোগেন এই বুঝি অ্যানিমিয়া হয়ে গেল। কিন্তু না, অনুমান করে কিছু হয় না। এর একমাত্র চিকিৎসা আলট্রাসোনোগ্রাফি করা। কারণ ওভারি এবং ইউটেরাসে কোনও টিউমার আছে কিনা দেখা। যদি কিছু না থাকে তবে কোনও হরমোন চিকিৎসা না করাই ভাল। আপনাআপনিই স্বাভাবিক হয়ে যাবে। হরমোনাল চিকিৎসা তখনই করা হয়, যখন মাত্রাতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা দেখা দেয়। |
|
ছবি: বিশ্বরূপ বসাক। |
মেনোপজ হওয়ার বয়সে বেশি মাত্রায় রক্তপাত অনেকেরই হয়। এমনকী দু’মাস অন্তরও হয়। কারও কারও এক মাসে দু’তিন বারও হয়। গাফিলতি না করে আলট্রাসোনোগ্রাফি করা প্রয়োজন। জরায়ু সংক্রান্ত টিউমার বা অন্য কোনও রোগ আছে কিনা সেটা দেখা হয়। এটা না হলে চিকিৎসা সম্ভব নয়। এমনকি এর থেকে বোঝা যায় ক্যানসার হওয়ার কোনও সম্ভাবনা আছে কিনা। এই সমস্যা দিন কে দিন বাড়ছে। এখানে হরমোন ট্রিটমেন্ট অথবা জরায়ু বাদ দেওয়ারও দরকার হতে পারে।
তা হলে কি মেনোপজের পরে স্বাভাবিক যৌনজীবন আর ফিরে আসে না? এই ধারণা ভুল। দু’একটি ক্ষেত্রে সম্ভব না হলেও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, মেনোপজের পরে স্বাভাবিক যৌনজীবন সম্ভব বা ইচ্ছেও থাকে। বলা ভাল, এখন যে কোনও বয়সের মহিলাদেরই ইউটেরাস সমস্যার জন্য তা বাদ দিতে হয়। কিন্তু সে সব ক্ষেত্রে যৌন ইচ্ছার কোনও ঘাটতি থাকে না। যে কোনও মহিলার মাঝামাঝি বয়সে অর্থাৎ সন্তান ধারণের সময়ে এই পিরিয়ড সমস্যা হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে তাই বলে ওই সময়টায় বেশি রক্তপাত হচ্ছে কি না।
এ প্রসঙ্গে বলে রাখি, ইদানীং জরায়ুর মুখে ক্যানসার খুব বেশি হচ্ছে। গাফিলতি না করে ঠিক চিকিৎসার দরকার হতে পারে। |
যোগাযোগ- ৯৮৩২০৯৩৪৬৫ |
|
|
|
|
|