অসমে বিধান পরিষদ গঠনে সবুজ সঙ্কেত
সমে বিধান পরিষদ গঠন নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে বিল আনতে সম্মত হল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব দাখিল করা হয়েছিল। তাতে অনুমোদন মিলেছে। সমস্ত উপজাতির উপযুক্ত প্রতিনিধিত্বের জন্য অসমে বিধান পরিষদ গঠনের দাবি দীর্ঘদিন ধরেই উঠেছিল। বিধান পরিষদ গড়তে ১৯৯৫ ও ২০০০ সালে দু’বার কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল অসম বিধানসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর আইন বিভাগ এ সংক্রান্ত খসড়া বিল তৈরি করবে। সংসদের শীতকালীন অধিবেশনে তা মঞ্জুর হওয়ার পরই রাজ্যে বিধান পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে।
ওই উচ্চ সদনে বিধানসভার এক-তৃতীয়াংশ আসন থাকবে। বর্তমানে অসম বিধানসভায় রয়েছে ১২৬টি আসন। বিধান পরিষদে আসন থাকবে ৪২টি। তারমধ্যে ১২ জন সদস্য মনোনীত করবেন বিধানসভার নির্বাচিত বিধায়কেরা। ৬ জনকে নির্বাচিত করবেন রাজ্যপাল। অন্য সদস্যরা পুর-নিগম, জেলা পরিষদ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত সভাপতিদের মাধ্যমে মনোনীত হবেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রদেশ কংগ্রেস। সংসদ বিষয়ক মন্ত্রী তথা কংগ্রেস সরকারের মুখপাত্র নীলমণিসেন ডেকা বলেন, “প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এ সাফল্য মিলেছে।” প্রধান বিরোধী দল এআইইউডিএফ-এর তরফে জানানো হয়, দেরি হলেও শেষ পর্যন্ত রাজ্যে বিধান পরিষদ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলায় তাঁরা খুশি। বিজেপি সভাপতি সর্বানন্দ সোনোয়াল বলেন, “রাজ্য বিধানসভায় যে সব উপজাতি এবং গোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল না, তাঁদের জন্য উচ্চ সদন গঠনের প্রয়োজন ছিল। আশা করা যায়, বিধান পরিষদে তাঁদের অভাব-অভিযোগের কথা সামনে আসবে।” অসম গণ পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনারায়ণ কলিতা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.