রাজ্যে বড় মাপের লগ্নির পরিকল্পনা করেছে সহারা ইন্ডিয়া পরিবার। শুক্রবার কলকাতায় এই কথা জানান সংস্থার চেয়ারম্যান সুব্রত রায়। সেই সঙ্গে তিনি জানান, সরকারের কাছে তাঁদের জমি চাইতে হবে না। তাঁরা নিজেরাই তা কিনে নেবেন।
রাজ্যে বড় মাপের লগ্নি করার পরিকল্পনা করলেও রাজ্য সরকারের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন সহারা ইন্ডিয়ার কর্তা। বলেন, “পশ্চিমবঙ্গে লগ্নি নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকারের কিছু মন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি।”
তবে রাজ্যে সরকারের কাছ থেকে সাড়া না পেলেও এখানে লগ্নির যে পরিকল্পনার কথা সুব্রতবাবু এই দিন শুনিয়েছেন, তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে রাজ্যে সহরার লগ্নির পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ হাজার কোটি টাকা।
রাজ্যে যে সব ক্ষেত্রে সহারা লগ্নি করতে ইচ্ছুক, তার মধ্যে রয়েছে স্বাস্থ্য, আবাসন ও চলচ্চিত্র। সুন্দরবনের প্রকল্প আপাতত শিকেয় তুলে রাখলেও কলকাতার কাছাকাছি একটি পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনাও কর্তৃপক্ষের রয়েছে বলেও জানান সুব্রতবাবু। সোনারপুরের কাছে ৫০০ শয্যার একটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ তৈরি করবে সহারা। এ ছাড়া ডানকুনির কাছে একটি অত্যাধুনিক টাউনশিপ তৈরির করার পরিকল্পনা করেছে তারা।
সুব্রতবাবু বলেন, “হাসপাতালটি গড়তে ৪০০ কোটি টাকা এবং টাউনশিপ গড়তে দু’হাজার কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছি আমরা। এ ছাড়া ছ’টি বাংলা ছায়াছবি এবং একটি টিভি চ্যানেল চালু করতেও উদ্যোগী হয়েছি।” সোনারপুরের হাসপাতাল ও মেডিক্যাল কলেজ করার জন্য যে জমি লাগবে, তা তাঁরা নিজেরাই কিনবেন বলে জানান সুব্রতবাবু। ডানকুনির প্রকল্পটি গড়তে জমির প্রয়োজন প্রায় ১ হাজার একর। ওই জমিও সহারা নিজেরাই কিনবে।
শিক্ষা ব্যবসাতেও প্রবেশ করতে চায় সহারা। সুব্রতবাবুর কথা অনুয়াযী দেশের বিভিন্ন অঞ্চলে ‘অনলাইন ক্লাসরুম’ মডেলের শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করেছে সহারা। সুব্রতবাবু বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য বিশ্বের বিভিন্ন নামীদামি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা গাঁটছড়া বাঁধব।”
সারা দেশে কী গতিতে সহারা ব্যবসা সম্পরসারণ করার পরিকল্পনা করেছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে সুব্রতবাবু জানান, “খুব শীঘ্রই আমরা ৪৮ হাজার এগ্জিকিউটিভ এবং ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেব।” |