নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বিভিন্ন মোবাইল সংস্থার টাওয়ার থেকে লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরির অভিযোগে নামে একটি বেসরকারি মোবাইল টাওয়ার সংস্থার বোলপুর মহকুমার দায়িত্বপ্রাপ্ত এক ইঞ্জিনিয়র-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার বোলপুর শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত ইঞ্জিনিয়রের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার কৃষ্ণগঞ্জ এলাকায়। একই ঘটনায় পুলিশ বোলপুরের মহিদাপুরের বাসিন্দা খিলোন মোল্লাকেও গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে বিভিন্ন বেসরকারি মোবাইল সংস্থার চুরি যাওয়া বহু সরঞ্জাম উদ্ধার হয়েছে।
বীরভূমের পুলিশ সুপার সি সুধাকর বলেন, “বেশ কিছু দিন ধরেই জেলার নানা থানা এলাকা থেকে একাধিক মোবাইল সংস্থার লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরির যাওয়ার অভিযোগ জমা পড়ছিল। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সরঞ্জামের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।” আজ, শনিবার ধৃতদের বোলপুর আদালতে হাজির করানো হবে।
পুলিশ সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে জেলার নানা প্রান্ত থেকে মোবাইল টাওয়ারে থাকা দামী সরঞ্জাম চুরির একাধিক অভিযোগ জমা পড়েছে। চুরি যাওয়া সরঞ্জামের মধ্যে যেমন দামী কেবল তার রয়েছে, তেমনই রয়েছে নানা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও। এ দিন গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর থানার আইসি দেবকুমার রায় মহিদাপুর এলাকায় অভিযানে নামেন। পুলিশ জানিয়েছে, খিলোন মোল্লার বাড়ি থেকে চুরি যাওয়া বেশ কিছু দামী উপকরণ উদ্ধার করা হয়। খিলোন মোল্লাকে জেরা করেই একটি বেসরকারি মোবাইল টাওয়ার সংস্থার ওই ইঞ্জিনিয়রের খোঁজ মেলে। পুলিশের দাবি, জেরায় খিলোন জানিয়েছে অভিষেকের কাছ থেকেই তিনি চোরাই সরঞ্জামগুলি কিনেছেন। তার পরেই বোলপুরের ফুলডাঙা এলাকা থেকে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অভিযুক্ত ওই ইঞ্জিনিয়রকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃত ইঞ্জিনিয়র একটি বেসরকারি মোবাইল টাওয়ার সংস্থার বোলপুর মহকুমা ও বর্ধমান জেলার কিছু অংশের দায়িত্বে রয়েছেন। তিনি ২০০৪ সালে উত্তীর্ণ হওয়া মালদহ পলিটেকনিক কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম্যুনিকেশন বিভাগের ছাত্র। ধৃত ইঞ্জিনয়র অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। চেষ্টা করেও ওই বেসরকারি মোবাইল টাওয়ার সংস্থার কোনও কর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। |