অবৈধ বিদ্যুৎ সংযোগ রুখতে এলাকায় গিয়ে হাতে-হাতে বিদ্যুৎ সংযোগ দিল নলহাটি গ্রুপ সাপ্লাই অফিসের গ্রাহক পরিষেবা কেন্দ্র। শুক্রবার নলহাটি থানার ধরমপুর গ্রামে ১৮০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহকারী বাস্তুকার সুপ্রিয় দে জানান, ওই গ্রামে হুকিং বন্ধ করার জন্য এর আগে অনেকবার বিভিন্ন ভাবে অভিযান চালানো হয়েছিল। কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েও বিদ্যুৎ চুরি বন্ধ করা যায়নি। তাই এ দিন ওই গ্রামে শিবির করে ১৮০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ভবিষ্যতে যাতে কেউ অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ না করে, তার জন্যও সতর্ক করা হয়েছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কে, ময়ূরেশ্বর থানার সারদা মোড়ে। পুলিশ জানায় মৃতের নাম মনু কীর্তনিয়া(৫৫)। দুর্ঘটনাস্থলের কাছেই নিমপুরডাঙায় তাঁর বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ সারদামোড়ে একটি দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় বহরমপুরের দিক থেকে একটি ট্রাক ওই চায়ের দোকানে ঢুকে যায়। গুরুতর জখম অবস্থায় মনুবাবু-সহ দুই মহিলাকে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকেরা মনুবাবু মৃত বলে জানিয়ে দেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।
|
ছাত্রী সংসদের নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবি উঠল বোলপুর মহিলা মহাবিদ্যালয়ে। শুক্রবার ওই দাবিতে কলেজের কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন ছাত্রীদের একাংশ। অধ্যক্ষ সুনীলবরণ মণ্ডল বলেন, “পরিচালন সমতির সভাপতির সঙ্গে কথা হয়েছে। আগামী মঙ্গলবার একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” |