আবার ৭২ ঘণ্টার অবরোধ বাংলাদেশে
কাত্তর ঘণ্টার হরতাল শেষ হয়েছে আজ ভোর পাঁচটায়। তার পরে কাল শনিবার ভোর পাঁচটা থেকেই আবার ৭২ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও তাদের শরিক জামাতে ইসলামি। এই কর্মসূচির ঘোষণাও করা হয়েছে শুক্রবার যথেষ্ট রাতে। ফলে তিন দিন বেপরোয়া গুন্ডামি ও হিংসার ২৪ ঘণ্টা পরেই আবার তিন দিনের আচমকা অবরোধের ডাকে মানুষ আতঙ্কিত। বিরোধীদের এই তিন দিনের তথাকথিত অবরোধের বলি ২২ জন। আহতের সংখ্যা হাজারেরও বেশি। এর মধ্যেই ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল আওয়ামি লিগ। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট মিটিয়ে নেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী নেত্রী খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন।
কাল রাতে শাহবাগে চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় বহু যাত্রী পুড়ে জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন ঢাকা মেডিক্যাল কলেজে মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সেখানে এখনও ১৯ জন ভর্তি রয়েছেন। এই হামলায় উস্কানির জন্য বিএনপি-র অস্থায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি-সহ বিরোধী জোটের ১৮ নেতাকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। জামিনঅযোগ্য ধারাতেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরে এ দিন রাত সাড়ে ন’টায় সাংবাদিক সম্মেলন ডেকে কাল সকাল থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও নেতাকর্মীদের ধরপাকড়ের বিরুদ্ধে এই অবরোধ বলে জানানো হয়েছে। বিরোধী জোটের এই ঘোষণার পরেই ঢাকা-সহ সব বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীও মোতায়েন করা হয়েছে।
এর মধ্যেই ৩০০ আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে দিয়েছে আওয়ামি লিগ। রংপুর ও গোপালপুরের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী হাসিনা। এক জন বাদে আগের মন্ত্রিসভার সব সদস্যকেই প্রার্থী করা হয়েছে। শরিকদের জন্য কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে। কিন্তু আগের নির্বাচনের শরিক এরশাদের জাতীয় পার্টি এ বার আলাদা লড়ার কথা ঘোষণা করায়, তাদের জন্য আসন খালি রাখা হয়নি।

পুরনো খবর:
পাক সিআইএ কর্তাকে সরানোর চিন্তা

২৯ নভেম্বর
ড্রোন হামলা চালিয়ে পাকিস্তানের নিরাপরাধ মানুষকে হত্যা করেছেন সিআইএ প্রধান এই অভিযোগ করেছিল ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ। পাকিস্তানে নিযুক্ত সিআইএ প্রধানের নামে শুক্রবারে তারা একটি এফআইআরও দায়ের করেছে। তার পরই ওই সিআইএ প্রধানকে নিয়ে নতুন করে চিন্তা শুরু করে আমেরিকা। সূত্রের খবর, তাঁকে সরানোর কথাও ভাবছে মার্কিন প্রশাসন। ২১ নভেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়। তাতে প্রাণ হারিয়েছিলেন ৬ জন। সন্দেহ ছিল হক্কানি জঙ্গিরা ওই হামলার সঙ্গে জড়িত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.