সরানো হল অমর রামকে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
সদ্য তৃণমূলে যোগ দেওয়া অমর রামকে উপ-পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দিল কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভা। শুক্রবার বিকেলে পুরসভায় বোর্ড অফ কাউন্সিলের সভায় সর্বসম্মত ভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তৃণমূলে যোগ দেওয়ার জন্যই যে অমরবাবুকে পদ থেকে সরিয়ে দেওয়া হল তা মানতে চায়নি কংগ্রেস। দলের নেত্রী তথা কাটোয়ার পুরপ্রধান শুভ্রা রায় বলেন, “দীর্ঘ দিন ধরে অমরবাবু বিওসি-র সভায় অনুপস্থিত। তাই পুর সদস্যদের সিদ্ধান্তেই তাঁকে উপ-পুরপ্রধান পদ থেকে সরানো হল।” অমরবাবুর দাবি, “১৯৯৫ সাল থেকে উপ-পুরপ্রধান থাকলেও কোনও দায়িত্ব ছিল না। এ দিনের সভায় স্রেফ স্ট্যাম্পটা কেড়ে নেওয়া হল।” নতুন উপ-পুরপ্রধান কে হবেন তা অবশ্য এখনও জানা যায়নি। পুরসভা সূত্রের খবর, আগামী বিওসি বৈঠকে তা ঠিক হবে। অমরবাবুরা গত ৭ নভেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এ দিন অমরবাবুর কাছে নীতিগত ভাবে দায়িত্ব ছেড়ে দেওয়া উটিত ছিল কি না জানতে চাওয়া হলে। তিনি বলেন, “আমি তো চাই, পুরসভা আমাকে সমস্ত দায়িত্ব থেকেই সরিয়ে দিক।”
|
বাবাকে খুনে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বাইরে কাজ করতে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল ছেলে। বাবা তা না দেওয়ায় বাঁশের আঘাতে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মৃতের নাম নকুল ভৌমিক (৪৭)। বৃহস্পতিবার রাতে পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া বাজারের ঘটনাটি ঘটে। পুলিশ ছেলে কৃষ্ণ ভৌমিককে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি সংস্থার মাধ্যমে আরবে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কৃষ্ণ। সেখানে থাকা, খাওয়া, যাতায়াত বাবদ বাবার কাছে প্রায় ৮০ হাজার টাকা দাবি করে সে। ভ্যান চালক নকুলবাবু তা দিতে না পারায় ছেলের সঙ্গে প্রায়ই বচসা বাধছিল তাঁর। বৃহস্পতিবার রাতে তা চরমে ওঠে। তখনই বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে কৃষ্ণ। নকুলবাবুকে কৃষ্ণনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মারা যান তিনি।
|
কাটোয়া পুরসভায় পদচ্যুত উপপ্রধান
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
সদ্য তৃণমূলে যোগ দেওয়া অমর রামকে উপ-পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দিল কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভা। শুক্রবার বিকেলে পুরসভায় বোর্ড অফ কাউন্সিলের সভায় সর্বসম্মত ভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তৃণমূলে যোগ দেওয়ার জন্যই যে অমরবাবুকে পদ থেকে সরিয়ে দেওয়া হল তা মানতে চায়নি কংগ্রেস। দলের নেত্রী তথা কাটোয়ার পুরপ্রধান শুভ্রা রায় বলেন, “দীর্ঘ দিন ধরে অমরবাবু বিওসি-র সভায় অনুপস্থিত। তাই পুর সদস্যদের সিদ্ধান্তেই তাঁকে উপ-পুরপ্রধান পদ থেকে সরানো হল।” অমরবাবুর দাবি, “১৯৯৫ সাল থেকে উপ-পুরপ্রধান থাকলেও কোনও দায়িত্ব ছিল না। এ দিনের সভায় স্রেফ স্ট্যাম্পটা কেড়ে নেওয়া হল।” নতুন উপ-পুরপ্রধান কে হবেন তা অবশ্য এখনও জানা যায়নি। পুরসভা সূত্রের খবর, আগামী বিওসি বৈঠকে তা ঠিক হবে। অমরবাবুরা গত ৭ নভেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এ দিন অমরবাবুর কাছে নীতিগত ভাবে দায়িত্ব ছেড়ে দেওয়া উটিত ছিল কি না জানতে চাওয়া হলে। তিনি বলেন, “আমি তো চাই, পুরসভা আমাকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিক।”
|
বিশ্ববিদ্যালয়ের ফলপ্রকাশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রকাশিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিবিএ পার্ট-২ অনার্সের ফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০৬ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬১ জন। প্রথম শ্রেণিতে পাশ করেছেন ১১৪ জন। একই সঙ্গে প্রকাশিত হয়েছে এমএসসির উদ্ভিদবিদ্যা বিভাগের পার্ট-২ এর ফল। মোট ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৭ জন। প্রথম শ্রেনি পেয়েছেন ৭২ জন। বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাস ছাড়াও বাঁকুড়ার বিষ্ণুপুরের রামানন্দ কলেজ ও হুগলি মহসিন কলেজে এমএমসিতে বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত উদ্ভিদবিদ্যা পড়ানো হয়। |