পরিত্যক্ত খনি ভরাটের দাবি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পরিত্যক্ত খোলামুখ খনি ভরাট-সহ একগুচ্ছ দাবিতে ইসিএলের কুনস্তরিয়া এরিয়া কার্যালয়ে বিক্ষোভ দেখাল রানিগঞ্জ ব্লক তৃণমূল। উপস্থিত ছিলেন রানিগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি সেনাপতি মণ্ডল এবং রানিগঞ্জ পুরসভার একমাত্র তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন। সম্প্রতি, মহাবীর কোলিয়ারির খোলামুখ খনির জমে থাকা জলে তলিয়ে গিয়েছিল সাত বছরের বেবি রায়। কলকাতা পুলিশের ডুবুরি দল এসে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে। গত দু’বছরে এই নিয়ে ওই খনিতে চার জনের ডুবে মৃত্যু হল। এ দিন বিক্ষোভ দেখাতে আসা ব্লক তৃণমূল নেতারা অভিযোগ করেন, রানিগঞ্জে ছ’টা খোলামুখ খনি থেকে কয়লা কেটে নেওয়ার পর সেগুলিকে পরিত্যক্ত ঘোষণা করেছে ইসিএল। খোলামুখ খনি থেকে কয়লা তুলে নেওয়ার পর কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে সেগুলো ভরাট করে দেওয়ার কথা। কিন্তু ইসিএল খনিগুলি ভরাট করেনি। ফলে খোলামুখ খনিগুলি ‘মরণ ফাঁদ’ হয়ে গিয়েছে। মৃতা বেবি রায়ের পরিবারকে ক্ষতিপূরণ, যে রাস্তায় কয়লা পরিবহণ হয় সেই রাস্তায় নিয়মিত জল দেওয়ার দাবি করেন তাঁরা। বিক্ষোভ শেষে ইসিএলের এরিয়া জিএমের হাতে দাবিপত্রটি তুলে দেওয়া হয়।
|
কিশোরী খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক কিশোরীকে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আসানসোলের সিবিআই আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম পরিমল মুর্মু। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২৯ জুলাই কুলটি থানার চিনাকুড়ির কাছে বেলডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের ময়না তদন্ত করে জানা যায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতার বাবা বিদ্যা দুসাদ পরিমল মুর্মুর বিরুদ্ধে আসালসোল থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দু’বছর মামলা চলার পরে এ দিন এই রায় ঘোষণা করেন বিচারক অজয় কুমার দাস।
|
খনি শ্রমিকদের নিয়ে সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কয়লা শ্রমিকদের বিভিন্ন সর্বভারতীয় সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলির সম্মেলন হল আসানসোলের রবীন্দ্র ভবনে। এই সম্মেলনের ডাক দিয়েছিল জয়েন্ট অ্যাকশন কমিটি। প্রাক্তন সাংসদ তথা জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক রামচন্দ্র সিংহ এবং আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী জানান, কয়লা শিল্পকে বেসরকারিকরণের চক্রান্তের বিরুদ্ধে ও ঠিকা প্রথায় কয়লা উত্তোলনের বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে আন্দোলন কর্মসূচি স্থির করতেই এই সম্মেলন ডাকা হয়েছে।
|
কয়লা শ্রমিকদের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কয়লা শ্রমিকদের বিভিন্ন সর্বভারতীয় সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলির সম্মেলন হল আসানসোলের রবীন্দ্র ভবনে। এই সম্মেলনের ডাক দিয়েছিল জয়েন্ট অ্যাকশন কমিটি। প্রাক্তন সাংসদ তথা জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক রামচন্দ্র সিংহ ও আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী জানান, কয়লা শিল্পকে বেসরকারিকরণের চক্রান্তের বিরুদ্ধে ও ঠিকা প্রথায় কয়লা উত্তোলনের বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে আন্দোলন সংগঠিত করতেই এই কনভেনশন করা হয়েছে। |