বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়াম হলে। এই প্রতিযোগিতাকে ঘিরে মেডিক্যাল ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। মোট ১০২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। মোট ১১২টি ম্যাচ হয়। এই প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে খেতাব জিতেছেন অরিন্দম বিশ্বাস। তিনি ফাইনালে ২১-০৬, ২১-৩ পয়েন্টে হারান শুভ বাগচিকে। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে হিমাংশী কাটারিয়া ২১-১১, ২১-৯ পয়েন্টে হর্ষিতা দোকানিয়াকে হারিয়ে খেতাব জেতেন। পুরুষদের ডাবলসের ফাইনালে অরবিন্দ বিশ্বাস ও সমীরণ বিশ্বাস জুটি ২১-১৫, ২১-১৮ পয়েন্টে হারান কাবিশ শর্মা-পূর্ণেন্দু দাস জুটিকে। দলগত বিভাগে খেতাব জিতেছে দ্বিতীয় বর্ষের ছাত্রেরা। প্রতিযোগিতায় পুরুষ বিভাগের সেরা হয়েছেন দেবনন্দন মিশ্র ও মহিলা বিভাগে সেরা হয়েছেন হর্ষিতা দোকানিয়া। কিন্তু প্রতিযোগিতায় দ্বিমুকুট জিতেও অরবিন্দ বিশ্বাসকে কেন পুরুষ বিভাগের সেরা করা হল না? উদ্যোক্তারা জানিয়েছেন, অরিন্দম রাজ্য পর্যায়ের বেশ কিছু প্রতিযোগিতায় ইতিমধ্যেই সফল হয়েছে। তাই প্রথম বর্ষের ছাত্র দেবনন্দনকে উৎসাহিত করতে অরিন্দমই তাঁকে সেরার পুরস্কার দিতে পরামর্শ দেন।
|
আজ, শনিবার থেকে জেলা ভলি ও বাস্কেটবল সংস্থার পরিচালনায় শুরু হচ্ছে প্রথম ডিভিশন ভলিবল প্রতিযোগিতা। খেলাগুলি হবে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় অরবিন্দ কোচিং কেন্দ্র-সহ আটটি ক্লাব যোগ দিচ্ছে। তাদের মধ্যে রয়েছে গতবারের বিজয়ী তথা ত্রিমুকুট জয়ী অগ্রদূত সঙ্ঘ, জাতীয় সঙ্ঘ, রতন স্মৃৃতি সঙ্ঘ। গতবারের চ্যাম্পিয়ান অগ্রদূতের সুবীর কুণ্ডু-সহ বেশ কয়েকজন খেলোয়াড় দলবদলের পরে জাতীয় সঙ্ঘে চলে গিয়েছেন। জাতীয় সঙ্ঘের গতবারের দল থেকে কয়েক জন খেলোয়াড় সই করেছেন মেমারির মণ্ডলজোনা তরুণ সঙ্ঘে। এ ছাড়াও শক্তিশালী দল গড়েছে বর্ধমান ক্লাব, অগ্রদূত কোচিং, রতন স্মৃতি সঙ্ঘ ও নবোদয় সঙ্ঘ। উদ্যোক্তাদের আশা, এই প্রতিযোগিতায় ভাল খেলা দেখতে পাবেন দর্শকেরা।
|
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা খোখো প্রতিযোগিতায় গ্রুপ লিগের প্রথম ম্যাচে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্র করলেও, পরের ম্যাচে কাশী বিশ্ববিদ্যালয়কে ১০-২ পয়েন্টে হারিয়েছে বর্ধমান। উত্তরপ্রদেশের জোনপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শনিবার লিগের শেষ ম্যাচে আয়োজক পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়কে হারাতে পারলেই বর্ধমানের মেয়েরা এই প্রতিযোগিতায় খেতাব জিতবে।
|
উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল ঝাঁঝরা ভিলেজ। এ দিন কুমারডিহি মাঠের খেলায় তারা রামনগর এসিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি।
|
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা খোখো প্রতিযোগিতায় গ্রুপ লিগের প্রথম ম্যাচে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্র করলেও, পরের ম্যাচে কাশী বিশ্ববিদ্যালয়কে ১০-২ পয়েন্টে হারিয়েছে বর্ধমান। উত্তরপ্রদেশের জোনপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শনিবার লিগের শেষ ম্যাচে আয়োজক পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়কে হারাতে পারলেই বর্ধমানের মেয়েরা এই প্রতিযোগিতায় খেতাব জিতবে।
|
উখড়া আমরা সবাই আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের প্রথম খেলায় জিতল কুমারডিহি একাদশ। এ দিন পুজারি মাঠে তারা সিউড়ি অ্যানটিক ক্লাবকে ১৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে কুমারডিহি ৪ উইকেটে ১১৫ রান তোলে। জবাবে ৯৯ রানে শেষ হয়ে যায় সিউড়ির ইনিংস। এদিন দ্বিতীয় খেলায় অন্ডাল সিসি ৩০ রানে হারায় উখড়া ফাস্ট ইলেভেনকে। প্রথমে ব্যাট করে অন্ডাল ১৩৪ রান করে। জবাবে উখরা ১০৪ রানের বেশি তুলতে পারেনি।
|
বর্ধমানের মোহনবাগান মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবলে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে গুসকরা মহাবিদ্যালয়। |