|
|
|
|
সম্পাদক সমীপেষু... |
সারমেয় যন্ত্রণা |
আমি জঙ্গিপুর পুরসভা এলাকার প্রবীণ নাগরিক। আসা-যাওয়ার পথে যে ভাবে সারমেয় বাহিনী রাস্তা দখল করে থাকে তাতে স্বাভাবিক ভাবে পথ চলা ভীতিজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে একটু রাত হলেই অগুনতি কুকুর চিৎকার করতে করতে কাছে চলে আসে। কখন কামড়ে দেবে, সেই ভয়েই হৃৎকম্প শুরু হয়।
তা ছাড়া, মাঝরাতে এই সারমেয় বাহিনীর কোরাস নির্জনতাকে যে ভাবে বিদীর্ণ করে, তা অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাদের বিচিত্র সুরে নানাবিধ রাগরাগিণীর আলাপ যে কোন ডেসিবেলের মাত্রা ছাড়িয়ে যায়, জানা নেই।
সারমেয়কুলের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সকলে যাতে নিশ্চিন্তে পথ চলতে পারে, সেই ব্যবস্থা করার জন্য পুর কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
অসিত রায়। রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ
|
শুধু সংরক্ষিত পদে? |
বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরে সংরক্ষিত শূন্য পদসমূহ পূরণে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার (১৬-১১)। সরকারের বিভিন্ন দফতরে অসংরক্ষিত প্রচুর পদ খালি পড়ে আছে। অসংরক্ষিত শূন্য পদগুলো পূরণের উদ্যোগ গ্রহণ না-করে শুধুমাত্র তফসিলি জাতি ও জনজাতিদের জন্য সংরক্ষিত শূন্য পদসমূহ পূরণ করা হবে কেন? বিভিন্ন সরকারি দফতরে অসংরক্ষিত শূন্য পদসমূহ পূরণ করা হলে, এক দিকে যেমন জেনারেল ক্যাটিগরিভুক্ত চাকুরিপ্রার্থীরা সরকারি চাকরি পেয়ে বেকারত্বের চরম হতাশা থেকে মুক্তি পাবে, অন্য দিকে সরকারি দফতরে কাজে গতি আসবে। তাই সরকারি দফতরে সংরক্ষিত শূন্য পদের পাশাপাশি অসংরক্ষিত শূন্য পদসমূহ পূরণ করাও জরুরি।
আসফাক আহমেদ। দোস্তপুর, দক্ষিণ চব্বিশ পরগনা |
|
|
|
|
|