একটি কারখানায় কর্মরত অবস্থায় এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রানিগঞ্জের মঙ্গলপুর-শিল্পতালুকে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শনি রুইদাস (৫০)। মৃতের পরিবার পুলিশের কাছে ক্ষতিপূরণের দাবি করেছেন। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এ দিনও শনিবাবু কারখানায় কাজে গিয়েছিলেন। তারপর কর্মস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানতে পারেন পারেন তাঁরা। কারখানায় গিয়ে তাঁরা দেখেন কারখানা চত্বরেই কম্বল ঢাকা অবস্থায় তাঁর নিথর মৃতদেহ রাখা রয়েছে। তাঁদের দাবি, মৃত্যুর কারণ নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারেনি। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা যা বলার পুলিশকেই বলবেন।
|
মাটি কাটার যন্ত্র দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগের তদন্ত শুরু করেছেন জামুড়িয়ার বিডিও বুদ্ধদেব পান। সম্প্রতি ওই পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামে যাঁদের জবকার্ড রয়েছে তাঁরা বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা জানান, পুজোর আগে পাঁচ দিন কাজ হওয়ার পর বাহাদুরপুর গ্রামের নাড়াপুকুর সংস্কারের কাজবন্ধ ছিল। গত ১৬ নভেম্বর সকালে দেখা যায়, এই কাজের কয়েক জন সুপারভাইজার পুকুরের মাটি সমান করছেন। অভিযোগকারীদের দাবি, এরপর খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন ১৫ নভেম্বর মাটি কাটার যন্ত্র গিয়ে এই পুকুরের মাটি কাটা হয়েছে। স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি।
|
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার স্টাফ কাউন্সিলের উদ্যোগে ৭ দফা দাবিতে বুধবার সকাল থেকে মূল কার্যালয়ের সামনে অনির্দিষ্ট কালের রিলে অনশন শুরু করেছেন কর্মী-সদস্যেরা। কাউন্সিলের সদস্য নেপাল চক্রবর্তী জানান, দীর্ঘ দিন ধরে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে না। স্থানীয় বেকার যুবকদের কর্ম সংস্থান হচ্ছে না। পুরনো কর্মীদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। চিত্তরঞ্জন কর্মী আবাসনের বাসিন্দারা নিরাপত্তার অভাবে ভুগছেন। এ বিষয়ে ব্যবস্থার দাবি জানানো হয়েছে। ”
|
তৃণমূল কাউন্সিলরের অফিসে হামলার অভিযোগ উঠল রানিগঞ্জে। শহরের একমাত্র তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় এক দল লোক তাঁর অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালায়। সেই সময়ে তিনি অফিসেই ছিলেন। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত বলে তাঁর দাবি। খবর পেয়ে পুলিশ যায়। সিপিএম নেতৃত্ব যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেন, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এমন ঘটেছে।
|
আজ, বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে বর্ধমানের রাইস অয়েল প্রস্তুতকারী বেসরকারি কারখানা। বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় ‘লক আউট’ ঘোষণা করেছিলেন কর্তৃপক্ষ। আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুরে শ্রম দফতরের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানা কর্মীদের বেতন বৃদ্ধিতেও সম্মত কর্তৃপক্ষ।
|
বন্ধ কারখানার লোহা চুরির অভিযোগে রানিগঞ্জ থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মনোজ চহ্বন ও অজয় নায়েক। গত ২৫ নভেম্বর রানিগঞ্জে একটি লোহা বোঝাই লরি আটক করেছিল পুলিশ। লরির চালক ও খালাসিকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই দু’জনকে ধরা হয়েছে।
|
সাত দফা দাবিতে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার স্টাফ কাউন্সিলের উদ্যোগে বুধবার মূল কার্যালয়ের সামনে অনির্দিষ্ট কালের রিলে অনশনে বসেছেন কর্মী-সদস্যেরা। তাঁদের দাবি, দীর্ঘ দিন ধরে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে না। পুরনোদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। নিরাপত্তার অভাবে ভুগছেন বাসিন্দারা। |