উত্তরবঙ্গে হজ হাউস খুলবে সেল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হাজিদের সুবিধার জন্য উত্তরবঙ্গে হজ হাউস খুলতে উদ্যোগী হবে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। মঙ্গলবার তা জানান, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যিনি তথা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সংখ্যা লঘু সেলের সভাপতি নাসির আহমেদ। আগামী ১৪ ডিসেম্বর থেকে তিনি রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে কাজ করবেন। নাসিরবাবু বলেন, “উত্তরবঙ্গে হজ হাউস তৈরি করতে আমরা সচেষ্ট। তা ছাড়া রাজ্য জুড়ে বেদখল হয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য লাগাতার আন্দোলন করা হবে। তা ছাড়া আরও একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা এবং কর্মসূচি নেওয়া হচ্ছে।” জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল সূত্রেই জানা গিয়েছে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের বাসিন্দাদের জন্য শংসাপত্রের ব্যবস্থা করা হবে। ওই মহিলাদের আরও বেশি করে সরকারি কাজের সুযোগ করে দেওয়া, শিলিগুড়িতে সংখ্যালঘু ভবন খোলা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ ক্যাম্পাস চালু, সংখ্যালঘু বেকার তরুণ-তরুণীদের ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে তারা সচেষ্ট। এর পরে দার্জিলিং পাহাড়ে সংগঠন সেল চালু হবে।
|
‘মিস্টার ইন্ডিয়া’ হলেন অয়ন দত্ত
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সাত বছর আগে শখে দেহসৌষ্ঠবের প্রশিক্ষণ নেওয়া। পরবর্তীতে প্রাথমিক শিক্ষকের চাকরি পেলেও, বেশিরভাগ সময়টাই শরীরচর্চা করে কেটে যেত। ব্যায়াম স্কুলের বেঁধে দেওয়া ‘মেনু’, নিষ্ঠা ও অধ্যবসায়ের জেরেই তিনি ‘মিস্টার ইন্ডিয়া’ হয়েছেন বলে মনে করেন অয়ন দত্ত। দিনহাটার প্রত্যন্ত গ্রাম কায়েতের বাসিন্দা ২৮ বছরের অয়ন ২৩ এবং ২৪ নভেম্বর গুয়াহাটির ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামে এই প্রতিযোগিতায় উচ্চতা নিরিখে নির্দিষ্ট বিভাগে খেতাব জেতেন। দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয় সচিব তথা অয়নের প্রশিক্ষক বিভুরঞ্জন সাহা বলেন, “প্রতিযোগিতায় বিশেষ ভাবে তৈরির জন্য খাদ্য-তালিকা করে দিই। ওঁকে সংবর্ধনা দেওয়া হবে।”
|
উরস উৎসব শুরু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
উরস মেলা ও উৎসব শুরু হল। মালদহ হরিশ্চন্দ্রপুরের বাংরুয়ায়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ওই উরস মেলা। এবছর ৬৬ বছরে পড়ল উৎসব। মেলা ও উৎসব চলবে দুদিন ধরে। বাংরুয়া এলাকার পাশ দিয়ে একসময় গঙ্গা নদী বইত বলে কথিত রয়েছে। এলাকার নাম গাংনদিয়া। রাজা লক্ষণ সেনের আমলে সেই গঙ্গা পথে বাংরুয়ায় আসেন পীর শা খিজির রহমতুল্লা আলেইহ। রাজা লক্ষণ সেন তাকে ৩০০ বিঘা জমি দান করেন। সেই পীরের স্মৃতিতে উরস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। দু’দিন ধরে মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে উরস কমিটির সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রহমান জানান। তাঁরা দু’জনেই বলেন, “বিহার, ঝাড়খণ্ড থেকেও প্রচুর বাসিন্দা পীর বাবার চিল্লাখানায় শ্রদ্ধা জানাতে হাজির হন।”
|
দুই দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ডাকাতির ঘটনায় দুই দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ইসলামপুরের সোনাখোদা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ হাসিবুল ও মহম্মদ মনসুর। তারা সকলেই ইসলামপুর থানার সোনাখোদা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শনিবার ইসলামপুরে একটি হিমঘরে ডাকাতির ঘটনার সঙ্গেও ধৃত দু’জন জড়িত রয়েছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “ওই দুষ্কৃতীদের জেরা করা হচ্ছে। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।”
|
জখম ২৮ জন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনায় ২৮ জন তৃণমূল সমর্থক জখম হলেন। মঙ্গলবার দুপুরে হবিবপুরের কাছে ঘটনাটি ঘটেছে। জখমদের মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। |