নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার শোচনীয় ফল নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনের হুমকি দিল দার্জিলিং জেলা ডিওয়াইএফ এবং এসএফআই নেতৃত্ব। মঙ্গলবার সিপিএমের ওই ছাত্র যুব সংগঠন সাংবাদিক বৈঠক করে এ ব্যাপারে অভিযোগ তোলেন। আজ, বুধবার তারা শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারমানের দফতরে অবস্থান বিক্ষোভ দেখাবেন বলে জানান। ডিওয়াইএফের দার্জিলিং জেলার সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা বা টেটে যে কারচুপি হয়েছে তা বোঝাই যাচ্ছে। সমস্ত জায়গায় অস্বচ্ছতা এবং দুর্নীতি হয়েছে। আমরা তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি।” শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মুকুল কান্তি ঘোষ বলেন, “সুনির্দিষ্টি কোনও অভিযোগ থাকলে তা দেখা হবে।” “শিলিগুড়ি মহকুমায় ২০ হাজারের বেশি প্রার্থী পরীক্ষা দিলেও ৯৯ জন মাত্র পাশ করেছেন। অন্যান্য জেলাতেও কমবেশি একই পরিস্থিতি। সার্বিক ভাবে ১.০৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। ওই বাম ছাত্র যুব সংগঠনের দাবি, ন্যুনতম উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার যোগ্য হলেও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন বহু প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। অথচ দেখা যাচ্ছে তাঁদের অধিকাংশই পাশ করেননি। তাই যাঁরা পাশ করেছেন এবং যাঁরা করেননি তার তুলনা করলে বোঝা যায় টেটের ওই ফল বিশ্বাসযোগ্য নয়। এ ব্যাপারে তদন্তের দাবিতে আমরা নিয়োগ সংক্রান্ত কাজে যুক্ত সংশ্লিষ্ট দফতরগুলিতে ধর্না, বিক্ষোভ দেখাব। স্কুল পরিদর্শক, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের দফতর, মহকুমাশাসকের দফতরে অভিযাগ জানানোর পর বিষয়টিতারা রাজ্যপালকেও জানাবেন। |