নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
পানীয় জল সরবারহ ব্যবস্থার আধুনিক পরিকাঠামো গড়তে প্রায় ১৯২ কোটি টাকার প্রকল্প নিয়ে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করতে কলকাতা গেলেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান অমর রাই। আজ বুধবার তিনি পুরমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। শহরের নানা এলাকায় নতুন জলাধার তৈরি, পুরোনো পাইপ-লাইন বদলে ফেলা সহ সরবারহ ব্যবস্থার আধুনিকীকরণ পরিকল্পনা নিয়েই ওই প্রকল্প তৈরি করা হয়েছে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন।
অমরবাবু বলেন, “বুধবার পুরমন্ত্রী ববি হাকিমের সঙ্গে দেখা করব। পানীয় জলের পাশাপাশি শহরের উন্নয়নের আরও দশটি প্রকল্পও মন্ত্রীকে দেব।”
পানীয় জলের প্রকল্পে ৮০ শতাংশ কেন্দ্রীয় অনুদান পাওয়া সম্ভব বলে তিনি জানিয়েছেন। ১৫ শতাংশ রাজ্য তহবিল এবং ৫ শতাংশ সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষকে ব্যয় করতে হয়। রাজ্য যাতে প্রকল্পে শিলমোহর দেয় সে জন্য মন্ত্রীর কাছে তিনি দরবার করবেন বলে চেয়ারম্যান জানিয়েছেন। প্রকল্পটি রূপায়িত হলে জল-সঙ্কট থেকে শৈল শহর মুক্তি পাবে বলে পুর-কর্তৃপক্ষের আশা। পানীয় জলের পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পথবাতি, নিকাশির বিভিন্ন প্রকল্পও অনুমোদনের জন্য রাজ্য পুর ও নগর উন্নয়ন দফতরে জমা দেওয়া হবে। এই সব প্রকল্পের পাশাপাশি দার্জিলিঙের কবরখানার রক্ষণাবেক্ষণ এবং সিঞ্চল লেকে সৌন্দর্যায়ন প্রকল্প রূপায়ণের জন্যও অর্থ বরাদ্দ চাইবে পুরসভা। |