যানজট নিয়ে সমস্যা দীর্ঘদিনের। নানা পদক্ষেপ করা হলেও সমস্যার সুষ্ঠু সমাধান সে ভাবে হয়নি। দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা শহরের ওই সমস্যা আরও বাড়ে শীতের মরসুমে শহরে পর্যটকদের ভিড় বাড়তে থাকলে। নাকাল হতে হয় তাঁদেরও। এ বছরও তার পুনরাবৃত্তির কথা ভেবে আগে থেকেই যানজট সমস্যার সমাধানে মঙ্গলবার জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়ে গেল মহকুমাশাসকের দফতরে। বৈঠকে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান মীরা হালদার, মহকুমাশাসক মৌমিতা সাহা ছাড়াও হাজির ছিলেন সিপিএম বাদে কংগ্রেস, তৃণমূল, বিজেপি এবং এসইউসি দলের প্রতিনিধি। যানজট সমস্যায় সমাধানে যে সব সিদ্ধান্ত হয়েছে তা হল এক, ডায়মন্ড হারবার রোডের দু’পাশে ফুটপাতে হকারদের ডালা পেতে বসা বন্ধ করা হবে। দুই, পুরনো বাসস্ট্যান্ডে বর্তমানে মোটর সাইকেলের যে স্ট্যান্ড রয়েছে তা সরিয়ে পুরসভার মাঠে নিয়ে যাওয়া হবে। তিন, ডায়মন্ড হারবার স্টেশন মোড় চত্বরে যে সমস্ত ভ্যানরিকশা দাঁড়িয়ে থাকে সেগুলি এখন থেকে পুরসভার কাছে রাস্তার পাশে দাঁড়াবে। চার, স্টেশন মোড় চত্বরে রাস্তার উপরে যে সব গুমটি রয়েছে সেগুলিও সরানো হবে। পাশাপাশি ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালের সামনে যে নতুন অটো- ট্রেকার স্ট্যান্ড হয়েছে সেটিকে উন্নত করে বাসস্ট্যান্ডে পরিণত করা হবে।
মহকুমাশাসক মৌমিতা সাহা বলেন, “যানজট এই শহরের একটা বড় সমস্যা। সমস্যার সমাধানে বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়েছে সেগুলি কার্যকর করা হবে।” |