মিডে ডে মিলের চাল-ডালে পোকা। আর তা দিয়েই খিচুড়ি রেঁধে পড়ুয়াদের খাওয়ানোর অভিযোগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বসিরহাট পুর এলাকার মহামায়া কলোনির পঞ্চাশ নম্বর শিশুশিক্ষাকেন্দ্রে। |
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বেলা ১০টা নাগাদ অভিভাবকেরা দেখেন পড়ুয়াদের জন্য যে চাল-ডাল রাখা হয়েছে মিড মে মিলে খিচুড়ি তৈরির জন্য তাতে বড় বড় পোকা রয়েছে। এর পরেই খাওয়ার অযোগ্য ওই চাল-ডাল কেন রান্নায় ব্যবহার করা হচ্ছে তার প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে শুরু হয় বিক্ষোভ। শিক্ষিকাকেও ঘরে তালাবন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ওয়ার্ড কমিশনার বিশ্বজিৎ রায় ঘটনাস্থলে হাজির হন। পৌঁছে যায় পুলিশও।
সব দেখে কী ভাবে আইসিডিএস প্রকল্প থেকে নষ্ট হয়ে যাওয়া চাল-ডাল পড়ুয়াদের মিড ডে মিলের জন্য দেওয়া হল তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানোর আশ্বাস দিয়েছেন বিশ্বজিৎবাবু।
বেলা ২টো নাগাদ পুলিশের সাহায্যে ঘেরাওমুক্ত হয়ে শিক্ষিকা কৃষ্ণা মণ্ডল বলেন, “আজই প্রথম অভিভাবকেরা এমন অভিযোগ করলেন। ভবিষ্যতে যাতে এমন খাবার শিশুদের না দেওয়া হয় সে দিকে কড়া নজর রাখব।” |