বহরমপুরে পুরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নীলরতন আঢ্য। দলীয় সূত্রে এমনই খবর। তবে এ ব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “কংগ্রেসের জয়ী ২৬ জন কাউন্সিলরই পুরপ্রধানের দাবিদার। তবে পুরপ্রধান বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলে আলোচনা করে পুরপ্রধান ঠিক করা হবে।”
তবে গত তিন বারের পুর প্রধান হিসেবে নীলরতবাবু কতটা সফল? দলীয় নেতা-কর্মীদের পাশাপাশ স্থিানীয় বাসিন্দা, শহর জুড়ে এটাই এখন আলোচ্য বিষয়। ইতিমধ্যেই পুরসভার পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কর্মী ও সাধারণ নাগরিকদের বিভিন্ন অপ্রিয় প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধীরকে। বিষয়টি তিনি ভাল ভাবে নেননি। তা সত্ত্বেও পুরপ্রধানের পদে নীলরতনবাবুর নামই শোনা যাচ্ছে। কংগ্রেসের ২৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জন নতুন মুখ। পুরনো চার প্রার্থীর মধ্যে ৩ নম্বর ওয়ার্ডে হিরু হালদারের পরাজয় হয়েছে।
অধীর বলেন, “যিনি পুরপ্রধান হোন না কেন, পুরপরিষেবা সংক্রান্ত-সহ বিভিন্ন বিষয়ে দলীয় নজরদারি থাকবে। পুরবোর্ডের বিরুদ্ধে সাধারণ মানুষের যাতে কোনও ক্ষোভ না থাকে, তা গুরুত্ব দিয়ে দেখা হবে।” নতুন কাউকে দায়িত্ব দিলে সাধারণের ক্ষোভ কতটা প্রশমন করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই ফের পুরনো প্রধানকেই দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বিগত পুরবোর্ডের ক্ষমতা রয়েছে। এর পরে নতুন পুরবোর্ড গঠিত হবে। বহরমপুরের মহকুমাশাসক তথা পুর-নির্বাচনী আধিকারিক অধীর বিশ্বাস বলেন, “গেজেট নোটিফিকেশন জারি করার জন্য পুরভোটের ফল রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেবে নির্বাচনী কমিশন। সেই মত রাজ্য সরকার গেজেট নোটিফিকেশন জারি করে পুরপ্রধান নিয়োগের নির্দিষ্ট দিন ধার্য করবে। নিয়ম অনুযায়ী পুরভোটের ফল প্রকাশের ২১ দিনের মধ্যে পুরপ্রধান নিয়োগের কথা।”
নতুন বোর্ডের কাছে সাধারণ নাগরিকদের প্রত্যাশা পূরণের চাপ রয়েছে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ অধ্যক্ষ সোমেশ রায় বলেন, “আইন মেনে বহুতল বাড়ির অনুমোদন, আর্সেনিক মুক্ত পানীয় জল পুরসভা পরিচালিত সব্জি বাজার, এই পুরনো দাবিগুলি নিশ্চয় সমাধানের চেষ্টা করবে নতুন বোর্ড।” নাট্যকর্মী শক্তিনাথ ভট্টাচার্য বলেন, “পানীয় জলের সমস্যার সমাধান করা এই বোর্ডে অবশ্য কর্তব্য। রাস্তাঘাটের সংস্কারের পরে তা রক্ষণাবেক্ষণ করাটাও জরুরি।”
শহরের বাসিন্দাদের এই সামগ্রিক চাপ নতুন বোর্ড নিতে পারবে তো? তা সামাল দিতে পুরনো প্রধানেই ভরসা রাখতে চায় কংগ্রেস। |