টুকরো খবর
জলাধারে মিলল যুবকের মৃতদেহ
এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার, নিউ মার্কেট থানার সিমপার্ক মলের পাশে একটি ফোয়ারার জলাধার থেকে। মৃতের নাম জামাল (৩০)। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, জামাল মেটিয়াবুরুজের বাসিন্দা। তবে সারা দিনই তাঁকে নিউ মার্কেট এলাকায় ঘুরতে দেখা যেত। সে মানসিক ভাবে ভারসাম্যহীন বলে স্থানীয়েরা পুলিশকে জানিয়েছেন। পুলিশের অনুমান, প্রাকৃতিক কাজ সারতে গিয়ে কোনও ভাবে ওই জলাধারে পড়ে যান জামাল। অন্য দিকে, এ দিনই সকালে পাটুলির বিদ্যাসাগর কলোনিতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে শুভজিত্‌ ঘোষ (২০) নামে এক যুবকের। তিনি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, শুভজিতকে তাঁর বাড়িতেই ঝুলন্ত অবস্থায় দেখেন পরিজনেরা। তদন্তে পুলিশ জেনেছে, কিছু দিন ধরে ওই যুবক অবসাদে ভুগছিলেন। তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

ব্রিটিশ সাংবাদিকের হাতে জন্ম-নথি তুলে দিল কলকাতা পুরসভা
ছবি: সুমন বল্লভ।
৭৮ বছর পরে ব্রিটিশ সাংবাদিক মার্ক টুলির হাতে তাঁর জন্ম-নথি তুলে দিল কলকাতা পুরসভা। এক ভারতীয় বন্ধুর পরামর্শে গত অগস্টে কলকাতার মেয়রের কাছে ওই নথি পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন টুলি। মাত্র তিন মাসের মধ্যেই পুরনো রেকর্ড খুঁজে মঙ্গলবার তাঁর হাতে তা তুলে দেওয়া হয়। টুলি বলেন, “এই নথি পাওয়া যাবেই না ভেবেছিলাম। সেই ভুল ভাঙল। ইংল্যান্ডে গিয়ে এ কথা সেখানকার প্রশাসনকে জানাব।” মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “কলকাতায় কোনও রেকর্ড থাকে না এমন ধারণা যে ঠিক নয়, তা এ বার প্রমাণিত হল। বিশেষ করে বিদেশে এমন কথাই শোনা যায়। তাই এক বিদেশির হাতে ৭৮ বছর আগেকার রেকর্ড তুলে দিতে পেরে আমরা খুশি।”

বিঘ্ন পরিষেবায়
মেট্রোর লাইনে খোঁড়াখুঁড়ি নিয়ে সন্দেহের জেরে ১৫ মিনিট নোয়াপাড়া থেকে দমদমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রইল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। মেট্রো সূত্রে খবর, এ দিন নোয়াপাড়া কারশেডের কাছে দুই অপরিচিত ব্যক্তিকে লাইনে বসে কিছু একটা খুঁড়তে দেখে দেখে টহলরত আরপিএফের সন্দেহ হয়। তাঁরা গিয়ে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কেন তাঁরা ওই কাজ করছিলেন, তা বলতে পারেননি। এর পরেই ওই দু’জনকে গ্রেফতার করে আরপিএফ। এ দিকে, ওই দুই ব্যক্তি কোনও দুষ্কৃতীমূলক কাজ করছিলেন কি না জানার জন্য নোয়াপাড়া থেকে দমদম ট্রেন চলাচল বন্ধ রেখে লাইন জুড়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কিছু পাওয়া যায়নি। মিনিট পনেরো পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, প্রগতি ময়দান থানা এলাকার বাসন্তী হাইওয়েতে। মৃতের নাম তাপস সর্দার (৪২)। তিনি আরুপোতার বাসিন্দা। পুলিশ জানায়, সাইকেলে চেপে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। গাড়ি-সহ চালক পলাতক।

ধৃত আরও ১
প্রৌঢ় বিজ্ঞানী শান্তিপদ গণচৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় সোমবার রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল তিলজলা থানার পুলিশ। ধৃতের নাম প্রবীর হালদার। বাড়ি কুলতলিতে। গত ১ সেপ্টেম্বর রাতে দুর্গাপুজোর চাঁদা চাওয়ার নাম করে কয়েক জন যুবক শান্তিপদবাবুর বাড়িতে ঢোকে। পরিচারিকা ও ওই বিজ্ঞানীকে বেঁধে ডাকাতি করে তারা। এই ঘটনায় আগেই চার অভিযুক্তকে ধরা হয়েছিল। প্রবীরকে গ্রেফতারের পরে এই ঘটনায় সব অভিযুক্তই ধরা পড়ল বলে পুলিশ জানিয়েছে।

পুরনো খবর:
দেহ উদ্ধার
এক তরুণীর ঝুলন্ত দেহ মিলল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ, বড়তলা থানা এলাকার নীলমণি মিত্র স্ট্রিটের একটি বাড়িতে। মৃতার নাম সীমা মাঝি (২৯)। পুলিশ জানায়, পিএইচডি-র ছাত্রী ছিলেন সীমা। এ দিন সকালে ঘরের সিলিং ফ্যান থেকে দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় তাঁকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। কোনও সুইসাইড নোট মেলেনি। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

অগ্নিদগ্ধ মহিলা
শাড়িতে আগুন লেগে দগ্ধ হলেন এক মহিলা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ, উল্টোডাঙা থানা এলাকার মোহনলাল মিত্র লেনে। রত্না বিশ্বাস নামে বছর ছাপ্পান্নর ওই প্রৌঢ়া হাসপাতালে চিকিত্‌সাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। পুলিশ জানায়, ঠাকুরঘরে পুজো করার সময়ে কোনও ভাবে রত্নাদেবীর শাড়িতে আগুন লেগে যায়। তাঁর চিত্‌কার শুনে বাড়ির বাকি সদস্যেরা ছুটে এসে আগুন নিভিয়ে তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করেন।

গয়না হাতিয়ে ধৃত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে কয়েক ভরি সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শৈলেশ গুপ্ত। তাঁর বাড়ি মানিকতলায়। অভিযোগ, লেকটাউনের এক মহিলার সঙ্গে তার বিয়ের ঠিক হয়েছিল। পরে বিয়ে ভেঙে গেলেও ওই মহিলার গয়না ফেরত দিতে অস্বীকার করে শৈলেশ। তার পরেই মহিলা পুলিশে সব জানান।

জালিয়াতি, ধৃত
টাকা তছরুপ ও জালিয়াতির দায়ে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার ম্যানেজারকে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ। ধৃত সন্দীপ সাহাকে মঙ্গলবার বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁর সাত দিন পুলিশি হেফাজত দেন। পুলিশ জানায়, ওই সংস্থার বিরুদ্ধে কয়েক জন আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই সন্দীপ গ্রেফতার হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.