সুপ্রিম কোর্টের নির্দেশে ক’দিন আগেই তাদের ২০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিল সেবির কাছে জমা দিয়েছিল সহারা। কিন্তু সেগুলির মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগ তোলে শেয়ার বাজার নিয়ন্ত্রক। তাই ফের ওই মূল্যের সম্পত্তির নতুন দলিল তারা সেবিকে দেবে বলে মঙ্গলবার জানাল সুব্রত রায়ের সংস্থা।
কিছু সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে সহারা। সেখানে আগের সম্পত্তির দাম নিয়ে ওঠা অভিযোগের বিরোধিতাও করা হয়েছে। প্রসঙ্গত, লগ্নিকারীদের টাকা ফেরত না-দেওয়া সংক্রান্ত মামলায় সহারাকে দলিল দিতে বলা হয়। গত সপ্তাহে শীর্ষ আদালত বলে, সহারা কোনও সম্পত্তি বেচতে পারবে না। অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না সুব্রত রায়। |
শিল্পায়নের লক্ষ্যে সম্মেলন কলকাতায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
নয়া উদ্যোগীদের দিশা দেখাতে জানুয়ারিতে কলকাতায় বসছে চাঁদের হাট। প্রতিষ্ঠিত শিল্পপতিদের সঙ্গে নতুনদের এক মঞ্চে আনতে টাইকন নামে এক সম্মেলন করছে টাই কলকাতা শাখা। অ্যাক্টিওজেন-এর ছন্দা জাভেরি, মেক মাই ট্রিপ-এর দীপ কালরার মতো টাই সদস্যের পরামর্শের সঙ্গে উদ্যোগ পুঁজি পাওয়ার পথও খুলতে পারে, দাবি ওই শাখার প্রেসিডেন্ট বিক্রম দাশগুপ্তের। |