কর ফাঁকির ব্যাপারে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। মঙ্গলবার কলকাতায় তিনি স্পষ্ট জানান, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কর ফাঁকি দিয়ে কেউ পার পাবেন না। তাই বকেয়া পরিষেবা কর আদায়ে কেন্দ্র যে ‘স্বেচ্ছায় পরিষেবা কর মেটানো উত্সাহ প্রকল্প’ চালু করেছে, তাতে সাড়া দিতে আর্জি জানান অর্থমন্ত্রী।
ওই প্রকল্পটির খুঁটিনাটি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতেই এ দিন শহরে আসা চিদম্বরমের। |
শহরে চিদম্বরম।—নিজস্ব চিত্র। |
তিনি বলেন, “বকেয়া পরিষেবা কর আদায়ের ব্যাপারে সরকারকে যেন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করা না-হয়। ইতিমধ্যেই পরিষেবা কর আদায় করেও তা সরকারের ঘরে জমা দেননি, এমন ১৩ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রথম ব্যক্তি গ্রেফতার হন কলকাতা থেকে।” অর্থমন্ত্রী জানান, ১৭ লক্ষ ব্যক্তি বা সংস্থা পরিষেবা করের আওতায় নথিভুক্ত। কিন্তু তাদের ১০ লক্ষই কর দেন না। স্বেচ্ছায় আয়কর ঘোষণা প্রকল্পের ধাঁচে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র। সে ক্ষেত্রে কোনও জরিমানা বা শাস্তি হবে না। ২০০৭-এর অক্টোবর থেকে ২০১২-র ডিসেম্বর পর্যন্ত বকেয়া মেটানো যাবে। বকেয়া করের ৫০% ২০১৩-র ৩১ ডিসেম্বরের মধ্যে, বাকি ৫০% ২০১৪-র জুনের মধ্যে বিনা সুদে মিটিয়ে দিতে পারবেন। অবশ্য বাকি ওই ৫০% ২০১৪-র ডিসেম্বরের মধ্যে সুদ সমেত মেটানোর সুযোগও মিলবে। |