একশো দিনের হেল্পলাইন চালু
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
একশো দিনের প্রকল্পে হেল্পলাইন চালু হল মন্তেশ্বর ব্লকে। মঙ্গলবার বিকেলে ৯৫৬৪০৯৬৪২৯ নম্বরের এই হেল্পলাইনের উদ্বোধন করেন বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাজের দিন সকাল থেকে দশ ঘণ্টা চালু থাকবে এই হেল্পলাইন। এই মোবাইল নম্বরটি থাকবে এনআরইজিএস সেলে। সাধারণ মানুষ ওই নম্বরে ফোন করে প্রকল্পের ব্যাপারে খোঁজখবর নিতে পারবেন। আবার অভিযোগও জানাতে পারবেন। ফোনে জানানো প্রতিটি অভিযোগ লিখিত অভিযোগ হিসেবে চিহ্নিত হবে। এ দিনই ব্লক প্রশাসনের তরফে জব কার্ড পাওয়ার ৫০টি ফর্ম বিলি করে ব্লক প্রশাসন। অনুষ্ঠানের পরে জেলাশাসক, কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, বিডিও শাশ্বত দাঁ-সহ প্রশাসনিক আধিকারিকদের একটি দল ভাগরামূল পঞ্চায়েতের ভেটি গ্রাম যান। প্রশাসনিক আধিকারিকেরা সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।
|
কন্যাশ্রী নিয়ে শিবির
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কন্যাশ্রী প্রকল্প বিষয়ক একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল কালনা ১ ব্লকের বিডিও কার্যালয়ে। মঙ্গলবার এই অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অঙ্গনওয়াড়ি কর্মী-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ। সরকারি পদ্ধতি এবং সাধারণ মানুষ কী ভাবে এই প্রকল্প থেকে সুবিধা পাবেন, সে বিষয়ে জানানো হয়। আলোচনা হয় বাল্যবিবাহ এবং পণপ্রথা নিয়ে। বাঘনাপাড়া পঞ্চায়েতের সলগড়িয়া গ্রামের লোকশিল্পীরা গানের মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের সুফল তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন কালনা ১ ব্লকের বিডিও সব্যসাচী রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল। |