|
|
|
|
ইস্পাতনগরী |
রেলিং ভাঙা, অযত্নের রোটারি ভরা আগাছায়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কোথাও রেলিং খোলা। ভিতরে ঢুকে পড়েছে গরু-ছাগল। কোথাও আবার পরিষ্কার হয় না আগাছা। দুর্গাপুরে ইস্পাতনগরীর রাস্তার মোড়ে মোড়ে বেশ কিছু রোটারিতে দেখা যায় এমনই দৃশ্য। সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। ডিএসপি কারখানার তরফে সব রোটারিগুলি ঢেলে সাজার আশ্বাস দেওয়া হয়েছে। |
|
চরে গরু-ছাগল। —নিজস্ব চিত্র। |
ডিএসপি কারখানা চালুর পরে শ্রমিক-কর্মীদের বসবাসের জন্য কারখানা থেকে খানিকটা দূরে তৈরি হয় ডিএসপি টাউনশিপ। কারখানা কর্তৃপক্ষ এলাকায় সৌন্দর্যায়নের উদ্দেশ্যে পার্ক, ঝকঝকে রাস্তার পাশাপাশি বিভিন্ন মোড়ে তৈরি করেন এই সব রোটারি। লোহার রেলিং দিয়ে ঘিরে কোথাও বসানো হয় মণীষিদের মূর্তি, কোথাও তৈরি হয় বাগান। ব্যবস্থা হয় আলোরও। স্থানীয় বাসিন্দাদের দাবি, রোটারিগুলির বেশ কয়েকটিই এখন বেশ অযত্নে পড়ে রয়েছে। কোথাও বড় বড় আগাছা। আবার কোথাও পশুদের অবাধ বিচরণ। ইস্পাতনগরীর বি-জোনের রাজেন্দ্রপ্রসাদ রোডের এক রোটারিতে গিয়ে চোখে পড়েছে এমনই দৃশ্য। স্থানীয় বাসিন্দা চঞ্চল ভট্টাচার্য জানান, “নানা ফুলের গাছ, ঘাস লাগানো হলে রোটারিগুলি রক্ষা পায়।” ডিএসপি কারখানার আধিকারিক বি আর কানুনগো জানান, ইস্পাতনগরীর সব রোটারি সাজিয়ে তোলা হবে। |
|
|
|
|
|