যোগ তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস সদস্য পার্বতী সিংহ তাঁর একশো সমর্থককে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন। মঙ্গলবার বাঁকোলায় পাণ্ডবেশ্বর ব্লক কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নরেন চক্রবর্তী। পঞ্চায়েতটির আসন সংখ্যা ১৬। এতদিন ১৩টিতে তৃণমূল, দু’টি কংগ্রেস এবং একটি আসন সিপিএমের দখলে ছিল। পার্বতীদেবী বলেন, “দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমি তৃণমূলে যোগ দিলাম।” নরেনবাবুর বক্তব্য, “দলীয় কর্মীরা যে কংগ্রেসের প্রতি আস্থা হারাচ্ছে, তা আর একবার প্রমাণ হল।’’
|
জিতল কুমারডিহি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
উখড়া আমরা সবাই আয়োজিত ক্রিকেটে মঙ্গলবারের প্রথম খেলায় বিজয়ী হয় সিউড়ি। তারা পূজারী মাঠে দক্ষিণখণ্ডকে ২ রানে হারায়। প্রথমে ব্যাট করে সিউড়ি ৫ উইকেট হারিয়ে ৭৮ রান করে। জবাবে ৭৬ রানে শেষ হয়ে যায় দক্ষিণখণ্ড। এ দিনের দ্বিতীয় খেলায় জয়লাভ করে কুমারডিহি। তারা কাজোড়াকে ২৩ রানে হারায়। কুমারডিহি ১২২ রান করে। ৯৯ রানের বেশি করতে পারেনি কাজোড়া।
|
জামুড়িয়ায় ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া প্রাথমিক বিদ্যালয় চক্র ২ হিজলগড়া গ্রাম পঞ্চায়েত স্তরের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল। সাতটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়া এবং ৩৩ জন প্রতিবন্দী ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দেয়। ৩৩টি বিষয়ে প্রতিযোগিতা হয়। |