• রাসমেলায় এ বার এগিয়েই চলছে পদ্মার নোনা ইলিশ। কেউ হাঁক শুনে কেউ শুঁকে এগিয়ে যাচ্ছেন ইলিশের দিকে। তার পর কাগজে মুড়ে বাড়ির পথে। মেলায় মাছের টান দেখে এক জন ব্যবসায়ী সোমবার রাতেই রওনা হন বাংলাদেশে। তিনি হাজার কেজি মাছ নিয়ে বৃহস্পতিবার ফিরবেন।
• গন্ধ শুঁকে এগিয়ে গিয়ে মেলা থেকে নোনা ইলিশ কিনে ফেললেন মাথাভাঙার অলোক সরকার। তিনি বলেন, মেলায় যে পদ্মার নোনা ইলিশ এসেছে তা আমি জানতাম না। হঠাৎ গন্ধ পেয়ে খুঁজে খুঁজে চলে এলাম। |
বাংলদেশের ইলিশ বিকোচ্ছে রাসমেলায়। হিমাংশুরঞ্জন দেবের ছবি। |
• গত বছর রাসমেলা থেকে ইলিশ কিনে চেখেছেন কোচবিহার সদরের মহকুমাশাসক বিকাশ সাহা। এ বারেও তিনি নোনা ইলিশ বাড়ি নিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিক্রি দেখে খুশি বাংলাদেশ থেকে রাসের মেলায় আসা এক ব্যবসায়ী তারিকুল ইসলাম।
• বাংলাদেশের ব্যবসায়ীরা জানান, এ বারে তাঁরা ৩০ ব্যবসায়ী বাংলাদেশ থেকে রাসমেলায় এসেছেন। ৯টি স্টল দিয়েছেন তাঁরা। রাসমেলা শুরুর তিন দিনের মাথায় তাঁরা বিক্রি শুরু করেন। নোনা ইলিশ ছাড়াও বাংলাদেশি শাড়ি, লুঙ্গি, কাপ-ডিশ নিয়ে হাজির তাঁরা। |