রাস্তা সংস্কারের দাবিতে ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দিনের পর দিন বলা হলেও কাজ হয়নি বলে অভিযোগ। এ বার তাই রাস্তা সংস্কারের দাবিতে প্রধানকে গ্রাম পঞ্চায়েত অফিসে টানা ৯ ঘন্টা ধরে ঘেরাও করে রাখলেন স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব। সোমবার আঠেরোখাই পঞ্চায়েতের অফিসে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের অভিযোগ, এলাকার হালেরমাথা থেকে সাধনমোড় পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। স্কুলের কচিকাঁচাদের নিয়ে যাতায়াত করতেও দুর্ভোগে পড়েন অভিভাবকেরা। তা ছাড়া এলাকার নারায়ণপল্লি এলাকায় লছকা নদীর উপর সেতুর দাবি জানান তারা। এলাকার এক পঞ্চায়েত সদস্য উন্নয়ন কাজে সাহায্য করছেন বলে অভিযোগ। পরে জয়েন্ট বিডিও গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই ওই রাস্তার পরিস্থিতি পরিদর্শন করেন বিডিও এবং মহকুমা পরিষদের কার্যনির্বাহী বাস্তুকার।
|
পাচারে গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিষিদ্ধ হাসিস পাচারের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। সোমবার দুপুরে শিলিগুড়ির পানিট্যাঙ্কির কাছে ভারত নেপাল সীমান্তে ঘটনাটি ঘটেছে। ভূমি শুল্ক দফতরের কর্তারা এ দিন গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত সন্ত বাহাদুর তামাং নেপালের কাটমান্ডুর বাসিন্দা। একটি ব্রিফকেসে ওই হাসিস ভারতে পাচার করছিল ওই ব্যক্তি বলে খবর রয়েছে। অন্য দিকে, নেশার সামগ্রী পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পানিট্যাঙ্কি মোড় এলাকায়। সুমিত রানা নামে এক ব্যাক্তি ৬ শোটি নেশার ট্যাবলেট, ক্যাপসুল বহন করছিল। তাকে আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে গ্রেফতার করা হয়। সুমিতের বাড়ি শিলিগুড়িতেই বলে পুলিশ জানিয়েছে।
|
বধূর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। সোমবার দুপুরে শিলিগুড়ির হায়দরপাড়ায়। মৃত বধূর নাম সোহাগী পাল (৩০)। এ দিন দুপুরে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে মহিলার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
|
ধূপগুড়ি রেল স্টেশনের প্লাটফর্ম চত্বরে সোমবার এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। রাত পর্যন্ত অবশ্য ওই মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। |