কাজ ফেলে বাড়িতে চিকিৎসক, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
কাজের সময় শেষ হওয়ায় আগেই বাড়িতে চলে গিয়েছেন এক শিশু চিকিৎসক। ফোনে বার বার যোগাযোগ করে না পেয়ে হাসাপাতল সুপার নিজেই গাড়ি করে ওই চিকিৎসকের বাড়িতে যান। তাঁকে নিয়ে বিক্ষোভ সামাল দেন। ঘটনাটি বোলপুর মহকুমা হাসপাতালের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে সাত দিনের এক শিশুকে বোলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু দুপুর ২টো পর্যন্ত দায়িত্বে থাকা চিকিৎসক সুকান্ত মণ্ডলকে পাওয়া যাইনি। ফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অবস্থা বেগতিক বুঝে খোদ ওই চিকিৎসকের বাড়িতে যান হাসপাতালের সুপার। তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন চিকিৎসক সুকান্তবাবু। তবে কাজের সময় শেষ হওয়ায় আগেই কেন তিনি বাড়ি চলে গিয়েছেন, সে ব্যাপারে কোনও মন্তব্য করেননি। হাসপাতাল সুপার প্রদীপ্ত ভট্টাচার্য বলেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক। সব চিকিৎসকের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে যাতে এই পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
|
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে হবে, প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া-সহ কয়েক দফা দাবিতে সোমবার দুপুরে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিলেন ছাত্র-যুবরা। স্মারকলিপি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা। অন্য দিকে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ বলেন, “প্রাথমিক শিক্ষক পদের জন্য এ বছর তিরিশ হাজার ছেলেমেয়ে বীরভূমে পরীক্ষা দিয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২২ জন। জেলায় শূন্যপদ রয়েছে ১৯০০।”
|
হবে সাঁতার প্রশিক্ষণকেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
জাতীয় মানের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র শীঘ্রই চালু হতে চলেছে বিশ্বভারতীতে। তার জন্য প্রয়োজনীয় জমি দেখা এবং চিহ্নিত করাও হয়েছে ইতিমধ্যেই। এ জন্য বিশ্বভারতীর একটি দল রাজ্যের বাইরে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেছেন। শুধু তাই নয়, জাতীয় মানের সাঁতার প্রশিক্ষণের পাশাপাশি আঞ্চলিক তথা রাজ্য এবং জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতা করার কথা ভাবছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
|
অবস্থান কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি-সহ বেসরকারি লগ্নি সংস্থায় জড়িত সকল নেতা মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে বীরভূম জেলা কংগ্রেস এবং জেলা আইএনটিইউসি নেতৃত্ব সোমবার রামপুরহাট ডাকবাংলা পাড়া মোড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করে। নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি এবং আইএনটিইউসি’র জেলা সভাপতি মিল্টন রসিদ।
|
নবীনবরণ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নবীনবরণ উৎসব উপলক্ষে রবিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল রামপুরহাটের গুরুকুল বেসরকারি শিক্ষক শিক্ষণ কেন্দ্র। উৎসবে কেন্দ্রের ছাত্রছাত্রীরা নৃত্য, গান, আবৃত্তি প্রভৃতি পরিবেশন করেন। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হাস্যকৌতুক শিল্পী বিশ্বনাথ চক্রবর্তী এবং অতনু বর্মনও।
|
কিশোরের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক কিশোর। পুলিশ জানায় মৃতের নাম অরবিন্দ লেট (১৪)। বাড়ি নলহাটি থানার আটগ্রামে। কলিঠা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল অরবিন্দ। শনিবার সে কীটনাশক খায়। রামপুরহাট হাসপাতালে ওই দিন রাতে তার মৃত্যু হয়। |