টুকরো খবর
ফাঁকা আবাসনে বালিকার দেহ
একটি ফাঁকা আবাসন থেকে এক বালিকার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। রবিবার রাতে আসানসোল উত্তর থানার কল্যাণপুর এলাকার ওই আবাসন থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম তন্নুজ পারভিন (৭)। এডিসিপি (সেন্ট্রাল) সুরেশকুমার চাডিয়া জানান, এলাকাবাসীর থেকে খবর পেয়ে রবিবার রাতে দেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা। এই ঘটনায় জড়িত সন্দেহে মহম্মদ সরফরাজ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই বালিকার বাবা মহম্মদ কায়ুম পুলিশকে জানিয়েছেন, তাঁর মেয়ে ১৮ নভেম্বর দুপুর থেকে নিখোঁজ ছিল। আসানসোল উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন তিনি। অভিযোগে তিনি জানান, মহম্মদ সরফরাজ তাঁর মেয়েকে নানা ভাবে উত্যক্ত করছিল। কয়েক দিন আগে মহম্মদ সরফরাজদের একটি অনুষ্ঠানেও তাঁর মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল সে। কিন্তু মহম্মদ কায়ুম বাধা দেন। তাঁর অভিযোগ, বাধা দেওয়ার জন্যই আক্রোশ বশত সে এমন ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন।

আপত্তিকর পোস্টার, নালিশ
এক মহিলার নাম ও মোবাইল নম্বর দিয়ে তাঁর নামে আপত্তিকর মন্তব্য লেখার ঘটনা উঠল কাঁকসার গোপালপুরে। ওই মহিলা পেশায় বর্ধমান থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। পুলিশের কাছে এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই মহিলা জানিয়েছেন, শনিবার সকালে স্থানীয় খাটপুকুর এলাকার একটি অবৈধ লোহার কাঁটা থেকে দিলীপ তিওয়ারি (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অবৈধ লোহার কারবারীদের দ্বন্দ্বের জেরেই ওই ব্যক্তি খুন হয়েছেন। রবিবার ওই মহিলা সাংবাদিক তাঁর পত্রিকায় অবৈধ লোহার কারবার নিয়ে একটি প্রতিবেদন লেখেন। তাঁর অভিযোগ, এই লেখাতে ক্ষুদ্ধ হয়ে এলাকায় অবৈধ লোহার কারবারের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

খনিতে সুরক্ষার দাবি
খনিগর্ভে সুরক্ষা ব্যবস্থা বিপন্ন, এমন অভিযোগ এনে পাঁচটি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত সংযুক্ত সংগ্রাম কমিটির নেতৃত্বে ঘণ্টাখানেক জামুড়িয়ার নিঘা কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। সোমবার ওই বিক্ষোভ শেষে তাঁরা কর্তৃপক্ষের হাতে একটি দাবিপত্র তুলে দেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে খনিকর্মীরা তাঁদের প্রাপ্য বাড়িতে রান্নার জ্বালানি কয়লা পাচ্ছেন না। অতিরিক্ত সময় কাজ করানো হলেও, সেই পরিমাণ টাকা বেতনের সঙ্গে সঠিক সময়ে পাচ্ছেন না তাঁরা। এ দিন উৎপাদন বন্ধ না করেই বিক্ষোভ দেখান তাঁরা। খনিকর্মীরা জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, দাবির যথার্থতা দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

রাস্তা সারানোর দাবি
রানিগঞ্জের ২১ নম্বর ওয়ার্ডের যাদবপাড়ার বাসিন্দারা রাস্তা সংস্কার, নর্দমা সাফাই এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবিতে রানিগঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন। সোমবার বিক্ষোভ শেষে তাঁরা পুরপ্রধানের হাতে একটি দাবিপত্র তুলে দেন। পুরপ্রধান অনুপ মিত্র জানান, দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

মহিলার ঝুলন্ত দেহ
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম চন্দনা দত্ত (৪২)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের স্কুলপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দনাদেবী স্কুলপাড়ায় এক চিকিৎসকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। থাকতেন চিকিৎসকের বাড়ি লাগোয়া সার্ভেন্টস্ কোয়ার্টারে। এ দিন সকালে ওই চিকিৎসক চন্দনাদেবীর কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা খুলে দেখে তাঁর মৃতদেহ ঝুলছে।

আইন অমান্য
কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রাজ্যে খাদ্য নিরাপত্তা আইন চালু করা, পার্ক স্ট্রিট ও কামদুনির ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের শাস্তি-সহ একাধিক দাবিতে সোমবার দুর্গাপুর শহরে আইন অমান্য করল কংগ্রেস। উপস্থিত ছিলেন দলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি সুদেব রায় ও জেলা আইএনটিইউসির সভাপতি বিকাশ ঘটক।

কয়লা উদ্ধার
অভিযান চালিয়ে ৬টি সাইকেল বোঝাই অবৈধ কয়লা উদ্ধার করল রানিগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। পুলিশ জানিয়েছে, জামুড়িয়া থেকে দুষ্কৃতীরা সাইকেলে অবৈধ কয়লা পাচার করছিল। খবর পেয়ে পুলিশ মঙ্গলপুরের কাছে ৬টি সাইকেল বোঝাই কয়লা আটকায়। দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

চ্যাম্পিয়ন আদুড়িয়া
কাঁকসা থানার কুলডিহা ফুটবল মাঠে আয়োজিত আদিবাসী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বেলডাঙা আদিবাসী পাড়া। রবিবার ফাইনালে তারা আদুড়িয়া আদিবাসী পাড়াকে ১-০ গোলে হারায়। প্রতিযোগিতার আয়োজক ছিল আদিবাসী অধিকার মঞ্চ, কাঁকসা থানা কৃষক সভা ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিকল্প’। ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের মোট ৮৪টি আদিবাসী পাড়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

উদয়ন সঙ্ঘের জয়
উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল আয়োজক সংস্থা। তারা কুমারডিহি মাঠে আদিবাসী রসিকডাঙাকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দেয়।

কোথায় কী

দুর্গাপুর:
আলোচনা: ‘রোল অফ ট্রেড ইউনিয়নস ইন দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল’।
সৃজনী প্রেক্ষাগৃহ। সকাল সাড়ে ১০টা। উদ্যোগ: ‘দুর্গাপুর সেন্টার ফর আরবান ডেভলপমেন্ট’।

দুর্গাপুর: বার্ষিক অনুষ্ঠান। বিকাল ৫টা। গুরু তেগবাহাদুর পাবলিক স্কুল।

পান্ডবেশ্বর: ফুটবল প্রতিযোগিতা। কুমারডিহি মাঠ। বিকাল সাড়ে ৩ টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.