অবাধ পুনর্নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
রবিবার কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বুথে পুনর্নির্বাচন মিটল নির্বিঘ্নে। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
নিশ্ছিদ্র নিরাপত্তায় রবিবার পুনর্নির্বাচন হল কৃষ্ণনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১৭ নম্বর বুথে। গত ২২ নভেম্বর শাসকদলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছিল বিরোধীরা। তারপর নির্বাচন কমিশনের নির্দেশে ওই বুথে রবিবার পুনর্নির্বাচন হয়। এ বার আর কোনও ঝুঁকি নেয়নি প্রশাসন। ঘূর্ণির স্বর্ণময়ী বিদ্যাপীঠের বুথের মূল ফটকে রাজ্য পুলিশের কড়া নজরদারি ও বুথ চত্বরে পুলিশে ছয়লাপ ছিল এ দিন। ভোটাররা সকাল থেকেই নির্বিঘ্নে ভোট দেন। এ দিন ৩৯৪ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩১৭জন। বিকেল তিনটে নাগাদ ভোট পর্ব মিটলে শাসক-বিরোধী উভয় পক্ষই জানান নির্বাচন শান্তিতে হয়েছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার সকালে কান্দির কান্দি-বহরমপুর রাজ্য সড়কের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মেহেরুন্নেসা বেগম (২৫) স্থানীয় মহালন্দি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় জখম হয়েছে ওই মহিলার ছয় মাসের এক শিশুকন্যাও। কান্দি থানার আইসি কৌশিক ঘোষ জানান, ট্রাকটির খোঁজে তল্লাশি চলছে। এ দিন বাইক চালিয়ে বড়ঞার পাঁচথুপী গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন আবুল কালাম আজাদ। সঙ্গে ছিলেন স্ত্রী মেহেরুন্নেসা ও কন্যা। হঠাৎই বহমপুরের দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরবাইকে ধাক্কা মারে, তখনই মেহেরুন্নেসা বাইক থেকে পড়ে যান ও তাঁর কোল থেকে ছিটকে পড়ে শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
|
বিগ্রহের গয়না চুরি
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
মন্দির থেকে বিগ্রহের গয়না চুরির ঘটনা ঘটল নাজিরপুরে। শনিবার রাতে ঘটনাটি তেহট্ট থানার নাজিরপুর বাজারে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে কালী মন্দিরের ঘটনা। মন্দির কমিটির সদস্য প্রণব দাস বলেন, “বিগ্রহের গায়ে দুই ভরি সোনা ও ১০ ভরি রুপোর গয়না ছিল। প্রতিদিনের মত শনিবার বিকালেও ওই গয়না পরিয়েই পুজো সেরেছিলেন পুরোহিত। কিন্তু রবিবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎই একজনের চোখে পড়ে মন্দিরের গ্রিল ভাঙা। আর বিগ্রহের গায়ে গয়নাও নেই।” তেহট্টের এসডিপিও সুনীল শিকদার বলেন, “বিগ্রহের গয়না চুরির অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।”
|
পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পেতলের কৃষ্ণমূর্তি উদ্ধার হয়েছে দৌলতাবাদ থানা এলাকায়। শুক্রবার দুপুরে ১ কিলো ১৪৯ গ্রাম ওজনের ওই পেতলের কৃষ্ণমূর্তি উদ্ধার করেন এলাকার এক বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মূর্তি উদ্ধার করে। পুলিশ জানায়, “বাড়িতে পূজিত হয়ে থাকে বংশীবাদনরত ভঙ্গিমার ওই কৃষ্ণমূর্তি। তবে বাঁশির অংশটুকু নেই। পায়ের আঙুলের অংশও ভেঙে ফেলা হয়েছে। অনুমান, সম্ভবত সোনার মূর্তি মনে করে চুরি করা হয়েছিল। পায়ের অংশটুকু ভেঙে যাচাই করে সোনার নয় জানার পরেই পুকুরে ফেলা দেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে।
|
কামদাকিঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল গত বছরের বিজয়ী বেলডাঙা কোচিং ক্লাব। রবিবার জঙ্গিপুর জোতকমল মাঠে ২-০ গোলের ব্যবধানে সুতি-২ ব্লক দলকে হারিয়ে জয়ী হয়েছে বেলডাঙা। খেলায় দুটি গোলই করেছেন ইকবাল সেখ। ৭ ডিসেম্বর ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। |
অস্বাভাবিক মৃত্যু হল এক ছাত্রীর। শনিবার রাতে তেহট্টের এই ঘটনায় মৃতের নাম বিদিশা বিশ্বাস (১৮)। তেহট্ট হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এই ছাত্রী এলাকারই শিবপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কাকার বাড়িতে থেকে পড়াশোনা করত বিদিশা। রবিবার সকালে ঘরের সিলিং ফ্যান থেকে বিদিশার ঝুলন্ত দেহ দেখতে পায় তার পরিবারের সদস্যরা। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। |