একটি দাঁতাল ক্রমাগত লোকালয়ে চলে আসায় অতিষ্ট বাসিন্দারা। ৬ দিনে নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের ১৩টি বাড়ি, বন দফতরের তৈরি দু’টি পাকা নজর মিনার গুড়িয়ে দিয়েছে সে। অন্তত ৬০ বিঘা ধানি জমি-সহ শাকশব্জি খেতও নষ্ট হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছে দাঁতাল হাতিটির একটি দাঁত উদ্ধর্মুখি অন্যটি নীচের দিকে। রাত বাড়লে ডায়নার জঙ্গল থেকে বেড়িয়ে ডায়না টপকে লুকসান বাজার কিংবা ধরণীপুর বাগান বা গ্রাসমোড় চা বাগানের নন্দু মোড়ে চলে আসছে দাঁতালটি। শুঁড়ের আঘাতে বাড়ির দেওয়াল ভেঙে ফেলার একাধিক ঘটনা ঘটেছে বলে বাসিন্দাদের অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণুলাল সুব্বা বলেন, “দাঁতালটি কবে শান্ত হবে জানি না। ক্ষতিগ্রস্তদের ত্রিপল, চাল দিয়ে সাহায্যও করা হচ্ছে।”
|
বার্কিং ডিয়ার উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা। রবিবার ডুয়ার্সে গরুমারা লাগোয়া উত্তর ধূপঝোরার জয়ন্তী ভিলেজ এলাকায় হরিণটি ঢুকে পড়ে। বন কর্মীরা সেটিকে উদ্ধার করে পরে গরুমারায় ছেড়ে দেন। |