বিদ্যুৎ বণ্টন সংস্থার অনুষ্ঠান ডোমজুড়ে
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
গ্রাহকদের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি ও উন্নতমানের গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য ‘গ্রাহক পরিষেবা মেলা’র আয়োজন করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আন্দুল-মৌড়ি কাস্টমার কেয়ার সেন্টার। শনিবার দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিরা। আন্দুল মৌড়ি ও জলাধূলাগড়ি এলাকার গ্রাহক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এসেছিলেন। তাঁরা বিদ্যুতের হুকিং সমস্যা, বিদ্যুৎ সংযোগ দিতে বিলম্ব করা, রাত্রিবেলা সংস্থার অফিসে ফোন করেও সাড়া না পাওয়া ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত আধিকারিকেরা সমস্যাগুলি দু্রত সমাধানের আশ্বাস দেন। বিদ্যুৎ বন্টন সংস্থার হাওড়া ডিভিশন-১ এর ডিভিশনাল ম্যানেজার সুজিত কুমার সাহা বলেন, “রাজ্যের প্রায় সব শাখাতেই গ্রাহক পরিষেবা মেলা হচ্ছে।”
|
দীর্ঘদিন কাজ করেও কোনও ভাতা না পাওয়ায় চুঁচুড়ায় রবিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রাণিবন্ধুরা। তাঁদের অভিযোগ, বারো বছর ধরে ভাতা পাচ্ছেন না। অথচ এই একই প্রকল্পে কাজ করে অন্য রাজ্যের প্রাণিবন্ধুরা দস্তুরমতো বেতন পান। |