বিমানবন্দরে বোমাতঙ্ক
নিজস্ব সংবাদদাতা |
পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল। রবিবার, কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, নতুন টার্মিনালের বাইরে ভলভো বাসগুলি যেখান থেকে ছাড়ে, সেখানে ট্রলির উপরে ব্যাগটি পড়ে থাকতে দেখে এলাকা খালি করে তল্লাশি চালানো হয়। ল্যাপটপ-ব্যাগের আকারের ওই ব্যাগটিতে শুধু জামাকাপড় মিলেছে। মালিকের খোঁজ পাওয়া যায়নি। |
বেহালা থানা এলাকায় অগ্নিদগ্ধ হলেন অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়। রবিবার সন্ধ্যা পৌনে ৮টা নাগাদ, এস এন রায় রোডের ঘটনা। পুলিশ জানায়, ওই রাস্তায় একটি নির্মীয়মাণ বাড়ি রয়েছে। এ দিন সন্ধ্যায় এক ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে গিয়ে দেখেন, ওই বহুতলের নীচে মধ্যবয়স্ক ওই ব্যক্তির গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। যন্ত্রণায় ছটফট করছেন তিনি। এলাকাবাসীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানায়, ওই ব্যক্তির শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। তিনি বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। ওই ব্যক্তির গায়ে কী ভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। |
উত্তরপাড়া থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে আসার পথে গাড়ি উল্টে আহত হলেন ২২ জন। রবিবার, উল্টোডাঙায়। আহতদের আর জি কর মেডিক্যাল কলেজ ও বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, কারওর আঘাত গুরুতর নয়। গাড়িটি আটক হলেও চালক পলাতক। |
দমদমের কাঠপোল এলাকার সুভাষনগরে এক যুবকের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা জানান, রবিবারের এই ঘটনায় তাঁরাই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। |