লগ্নির গন্তব্যে এগিয়ে ভারত, মত সমীক্ষায়
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
চলতি অর্থবর্ষে একাধিক আর্থিক সংস্কারের রাস্তায় হেঁটেছে লগ্নি টানতে মরিয়া মনমোহন সিংহ সরকার। এ বার সেই লক্ষ্য পূরণের ইঙ্গিত দিয়ে লন্ডন ভিত্তিক বহুজাতিক উপদেষ্টা সংস্থা ই ওয়াই (আগের নাম আর্নস্ট অ্যান্ড ইয়ং)-এর সমীক্ষার দাবি, চিন ও মার্কিন মুলুককে টেক্কা দিয়ে ইতিমধ্যেই লগ্নির সব থেকে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ভারত। বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসা ও টেলিকমের মতো ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির দরজা আরও খুলে দিতে কেন্দ্রের পদক্ষেপই যার অন্যতম কারণ। এই বিশ্ব জোড়া সমীক্ষায় লগ্নির দ্বিতীয় ও তৃতীয় গন্তব্য ব্রাজিল ও চিন। আমেরিকা পঞ্চমে। তবে লগ্নি টানাই হোক বা বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানো, এ সবের জন্য অবিলম্বে ভারতের কর ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলেও এক শ্বেতপত্রে যৌথ ভাবে জানিয়েছে বণিকসভা সিআইআই এবং ই ওয়াই। |
আমদানি ছাঁটাই, পরিকাঠামোয় লগ্নি বাড়ানোর পরামর্শ বণিকসভার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
আর্থিক বৃদ্ধির হার চাঙ্গা করতে বেশ কিছু সুপারিশ জানাল বণিকসভা অ্যাসোচ্যাম। যেমন: আমদানি কাটছাঁট করা, রফতানি বাড়ানো এবং পরিকাঠামো শিল্পে লগ্নি বাড়ানো। একই সঙ্গে এ ক্ষেত্রে লগ্নি টানতে করছাড়ের পরামর্শ দিয়েছে তারা। তা হলে বৃদ্ধির হার ৭% ছাড়িয়ে যাবে বলেই তাদের আশা। |